• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

ভোলায় পুলিশের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

ভোলা প্রতিনিধিঃ

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায়  জনসচেতনতায় মাঠে নেমেছে ভোলা পুলিশ সুপার।

আজ রবিবার (২১ মার্চ) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার এর কার্যলয় থেকে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নেতৃত্বে “ মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে  রেখে  একটি প্রচারণা র‌্যালি করেন। পরে  শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক পরার বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির  পালন করা হয়। এসময় করোনায় সচেতনতায় লিফলেট বিতরন করা হয়। এদিকে একই সাথে  ভোলা  পুলিশের উদ্যাগে ৭ উপজেলায় একযোগে করোনা মোকাবেলায় সচেতনতায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মো: মহসিন আল ফারুক, লালমোহন সার্কেল মো: রাসেলুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন,ডিবিওসি শহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা। সচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন সড়ক ও দোকানে গিয়ে করোনার প্রতিরোধে সচেতনামূলক পরামর্শ ও মাস্ক বিতরণ করা হয়।

র‌্যালি থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাউজার ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চললে আমরা করোনা অনেকটা প্রতিরোধ করতে পারবো। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে না যাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মাস্ক ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠানে সেবা না দেয়া, যাত্রীবাহী বাসে মাস্ক সারা না উঠার জন্য আহবান জানান তিনি। পরে শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এক সচেতনতামূলক সভার আয়োজন হয়। সভায় জেলা পুলিশ সুপার সরকার মো. কায়সার প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি  মো: রুহুল আমিন সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম প্রমুখ।