• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

মহাকাশে দুই চাঁদের নাচানাচি!

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

মহাকাশে নাচছে চাঁদ! তাও একটা নয়, দুই দুটি। এমনই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে আমাদের সৌরমণ্ডলেই। সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুনের আকাশে। নৃত্যরত চাঁদ দুটির একটির নাম 'নাইয়াদ', অন্যটি 'থালাসা'।

'ইকারাস' নামের আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল-এর ১৩ নভেম্বর সংখ্যায় প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে 'বরফের রাজ্য' নেপচুনে চাঁদের এমন নাচানাচির খবর দিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

সৌরজগতের অষ্টম গ্রহ হিসেবে খ্যাত নেপচুনে এখন পর্যন্ত ১৪টি চাঁদ আবিষ্কৃত হয়েছে। যার মধ্যে ৭টির অবস্থান খুবই কাছাকাছি। এই ৭টির মধ্যে সবচেয়ে সন্নিকটে অবস্থান করছে নাইয়াদ আর থালাসার।
 
যারা নেপচুনকে একবার করে প্রদক্ষিণ করতে সময় নেয় যথাক্রমে ৭ ঘন্টা এবং সাড়ে ৭ ঘন্টা। নিজেদের কক্ষপথে নেপচুনকে প্রদক্ষিণের সময় নাইয়াদ আর থালাসার মধ্যে দূরত্ব থাকে গড়ে প্রায় এক হাজার ৮০০ কিলোমিটার।

গবেষণাপত্রে বিজ্ঞানীরা ধারণা করেন, নেপচুনের সবচেয়ে বড় চাঁদ 'ট্রাইটন'-এর জন্মের সময়েই ওই ছোট চাঁদ দুটির জন্ম হয়েছিল। তারা জানান, থালাসার উপরিতল থেকে দেখলে মনে হবে- নাইয়াদ তাকে উপর ও নিচ দিয়ে দিনে দু'বার করে ঘুর খাচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, এই দুটি চাঁদের মধ্যে দূরত্ব খুব কম হওয়ায় নিজেদের মধ্যে সংঘর্ষ এড়াতে তারা এভাবে ঘুরছে। নেপচুনের নিজস্ব অভিকর্ষ বলের প্রভাবেই এমনটা হচ্ছে বলেই মনে করছেন তারা।