• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শীতে গিজার বসানোর কথা ভাবছেন,যেনে নিন জরুরি বিষয়গুলো!

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

গোসল থেকে শুরু করে শীতের সারা দিনের কাজকর্ম অনেকটাই সহজ করে দেয় গিজারের গরম পানি। গিজার শীতের দিনের প্রয়োজনীয় একটি উপকরণ।তাই গিজার কেনার আগে যে বিষয়গুলো জেনে নেয়া জরুরি।

গুরুত্বপূর্ণ বিষয়:

গিজার কেনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কি ধরনের বাড়িতে থাকেন এবং পরিবারে কতজন আছে। ফ্ল্যাট বাড়ি হলে ইলেকট্রিক গিজারই ভাল। চার জনের পরিবারে ভাল হয় ২৫ লিটারের বা ৩৫ লিটারের হলে চলবে। অটো কাট-অফ, থার্মাল কাট আউট, কপার হিটিং এলিমেন্ট, টু ইন ওয়ান প্রেশার কাম রিলিজ ভালভ ইত্যাদি আছে কি না দেখে নেবেন। তবে, ব্র্যান্ডেড গিজারগুলিতে এগুলো থাকেই। আপনার বাড়ি কোথায় তার উপরও নির্ভর করে কেমন গিজার কিনবেন। মূলত তিন ধরনের পানি আমরা ব্যবহার করি — কলের পানি (ফ্ল্যাট বাড়িতে), ক্ষার পানি (শহরের আশপাশে) এবং লবনাক্ত পানি (উপকূলবর্তী জায়গাতে)। যেখানে লবনাক্ত পানি সেখানে আমাদের উচিত এমন গিজার ব্যবহার করা যার ট্যাঙ্কের বাইরেটা ফাইবার আর ভেতরের আবরণ সম্পূর্ণ তামার। তামার বিশেষ ক্ষয়-প্রতিরোধ ক্ষমতা আছে যা গিজারের আয়ু বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া, তামা তাপপ্রবাহে সাহায্য করে বলে বিদ্যুতের সাশ্রয় হয়। BEE-এর ফাইভ স্টার ছাপ দেওয়া গিজার কিনতে পারলে সবচেয়ে ভাল। বিদ্যুতের সাশ্রয় হবে। চেষ্টা করবেন ব্র্যান্ডের গিজার কিনতে। বিশেষ করে গিজারের ট্যাঙ্কটা কি দিয়ে তৈরি, উল্লেখ না থাকলে কেনা ঠিক নয়। কারণ গিজারের ট্যাঙ্কটাই সব। চাইলে আপনার টয়লেটের ফলস ছাদে এই গিজার ফিট করতে হবে।

গিজারের ব্যবহারঃ  

গোসল করার পূর্বে গিজার চালু করার ১০ মিনিট পর গোসল করতে পারবেন। অবশ্য গিজার চালু করার পর পরিমান মত গরম হলে অটোমেটিক ভাবে গিজার অফ হয়ে যাবে।

 দরদাম:

প্রত্যেকটি গিজার রয়েছে ২ বছরের গ্যারান্টি কিংবা ওয়ারিন্টি। বিভিন্ন আকারের গিজার পাওয়া যায়। কত লিটার পানি গরম করতে পারে তার ওপর নির্ভর করে এসব গিজারের সাইজ হিসেব করা হয় । ২০ লিটার থেকে ৯০ লিটার বিভিন্ন আকারে পাওয়া যায়। জিএমজি (বাংলাদেশি) ৩০ লিটার গিজারের দাম ৪০০০ টাকা, ৪৫ লিটারের দাম ৪৬০০, ৬৭ লিটারের দাম ৫০০০ এবং ৯০ লিটারের দাম ৬০০০ টাকা। অ্যারিস্টোন (ইতালি) ব্র্যান্ডের ২০ লিটার গিজারের দাম ৮৫০০, ৩০ লিটারের দাম ৯০০০ এবং ৫০ লিটারের দাম ১০ হাজার টাকা। সঙ্গে গিজার কানেকশন পাইপ লাগবে দুটি, দাম ৩৫০ এবং গিজার বল বাল্ব লাগবে দুটি, দাম ৩০০ টাকা। প্রতিটি গিজার ও ফিটিংসের সঙ্গে দুই বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে।