• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘সততার সঙ্গে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে’

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ ও নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সত্যিকার অর্থেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর হবে।

বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে, তা এগিয়ে নিতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ তিনি। অতীতের মতো এবার তারা মাঝপথ থেকে সরে যায়নি।

এদিকে করোনার টিকা নেয়ার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে দেশের জনগণ করোনার ভ্যাকসিন গ্রহণ করবে।

লক্ষ্মীপুরের প্রায় সব সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী হতে লক্ষ্মীপুর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এছাড়া কুমিল্লা-লাকসাম-চৌমুহনী মহাসড়ক চারলেন ও ফেনী-নোয়াখালী-সোনাপুর মহাসড়কেও চারলেনের কাজ চলছে। 

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আনলে যতই উন্নয়ন করা হোক না কোনো লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সড়কে জরুরি ভিত্তিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সড়ক নির্মাণে কাজের মান কোনোভাবেই খারাপ করা যাবে না। টেকসই ও মানসম্মত কাজ করতে হবে।

দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সুনাম নষ্ট হয়, এমন কোনো কাজ যারা করবে, তাদের দল থেকে বের করে দেয়া হবে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটা খারাপ কাজের জন্য দশটা উন্নয়ন কাজ ম্লান হয়ে যায়। তাই খারাপ কাজে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। যে অপরাধ করবে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ সময় বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান সেতুমন্ত্রী।