• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

 

২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবারের মত দেশের সাতটি কৃষি ও কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 
বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষার ফলাফলের সারমর্ম তুলে ধরেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আখতার হোসেন।
সমন্বিত ভর্তি পরীক্ষায় এবার ৩৫ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৪৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় মেধা তালিকায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৭৬.৭৫ (জিপিএসহ ১৭৬.০৩) এবং সর্বনিম্ন ৫০.২৫ (জিপিএসহ ১৫০.২৫)। লিখিত পরীক্ষা ও অপেক্ষমান তালিকাভুক্ত সর্বনিম্ন নম্বর ৩৯.৭৫ (জিপিএসহ ১৩৯.৭৫) পর্যন্ত রাখা হয়েছে। মেধা তালিকায় ছেলে শিক্ষার্থী শতকরা ৫৫.১১ ভাগ ও মেয়ে শিক্ষার্থী ৪৪.৮৯ ভাগ। অপেক্ষমান তালিকাভুক্ত সর্বনিম্ন নম্বর ১৩৯.৭৫ পর্যন্ত রাখা হয়েছে। 
অপেক্ষামান তালিকা, ভর্তি ও মাইগ্রেশনের পদ্ধতিসহ অন্যান্য সব তথ্যাদি (www.admission-agri.org) ওয়েবসাইটে ও প্রতিটি কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে যথাসময়ে পাওয়া যাবে। 
সংবাদ সম্মেলনে ইউজিসি সদস্য ড. আখতার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান ও কৃষি সংশ্লিষ্ট অন্য ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
৩০ নভেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে দেশের ৬টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এবার পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রায় ৬৫.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। এবার ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৭২ জন আবেদনকারীর মধ্যে ৩৫ হাজার ৯৮২ জনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৬টি কেন্দ্রে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।