• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হল ছাড়ছেন ছাত্রত্ব শেষ হওয়া ঢাবি শিক্ষার্থীরা

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

প্রশাসনের নির্দেশনা মেনে হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রলীগের পদে থাকা নেতারাও হল ছাড়ছেন। কেউ বিশ্ববিদ্যালয়ের পাশে বাসা নিচ্ছেন আবার কেউ আত্মীয়স্বজনের বাসায় গিয়ে উঠছেন।

গত ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা হলে থাকতে পারবে না। করোনার মধ্যেই যার যার জিনিসপত্র নিয়ে কক্ষ ত্যাগ করতে হবে। গণরুম প্রথা উচ্ছেদ করে হলগুলোতে বৈধ শিক্ষার্থীদের থাকা নিশ্চিত করার বিষয়ে জোর আলোচনা হয় ওই সভায়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে জানা যায়, প্রশাসনের নির্দেশনার পর শিক্ষার্থীরা হল ছাড়ছেন। নিজ নিজ কক্ষে থাকা জিনিসপত্র নিয়ে ফিরে যাচ্ছেন। প্রতিটি হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে। কক্ষে থাকা জিনিসপত্র নিয়ে রুম বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসীন হল থেকে কয়েকজন শিক্ষার্থী বাজারে যাচ্ছিলেন। তাদের একজন আনিসুর রহমান। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন। প্রশাসনের নির্দেশনা মতে তিনি তার কক্ষ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করেন।

তিনি বলেন, নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল, পড়াশোনা শেষ হয়েছে। করোনার সময় হল ছেড়ে যেতে হওয়ায় অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারিনি। এখন সেগুলো নিয়ে গেলাম। প্রশাসনের সিদ্ধান্ত সবারই মেনে চলা উচিত। বড্ড শিক্ষার্থীরা সিট পায়না কিন্তু অনেকে বছরের পর বছর থেকে যায় এটা হওয়া উচিত না।'