• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

১৫ দিনের মধ্যে বাজারে আসবে নতুন আলু

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

দিনাজপুর জেলার চলতি বছর কৃষি বিভাগ ৪২ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মৌসুমের শুরুতেই আগাম জাতের আলু রোপন করা হয়। ফলে খুব শিগগিরই নতুন আলু বাজারে আসবে বলে কৃষি বিভাগ থেকে আশ্বস্ত করেছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল জানান, চলতি বছর জেলায় ৪২ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১ নভেম্বর থেকে জেলার ১৩টি উপজেলাতেই কৃষকরা আগাম জাতের আলু রোপন করা হয়েছে। মূলত ‍দুই মাস পর মাঠ থেকে আলু তোলা হয়। তবে নতুন জাতের আলু চাহিদা থাকায় কিছু তোলা হচ্ছে।    

তিনি আরো বলেন, নতুন আলু বাজারে বিক্রি করলে কৃষকরা প্রথম দিকে একটু লাভবান হন। বাজারে নতুন আলু উঠলে পুরাতন আলুর দাম কিছুটা কমবে।

চলতি বছর রবি মৌসুমের দেরিতে শুরু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বৃষ্টি ও জলবদ্ধতা থাকায় আলু চাষ ২ সপ্তাহ পিছিয়ে যায়। ফলে এবার একটু দেরিতে আগাম জাতের আলু বাজারে আসছে বলে জানান তিনি। প্রতিবছর আগেই তোলা হতো এবার একটু পিছিয়ে গেছে। অধিক মূল্য পাওয়ার আশায় আগাম জাতের আলু আবাদ করেছেন চাষীরা। চাষীদের আশা আগামী ১৫ দিনের মধ্যে নতুন আলু বাজারে আসবে। ক্রেতারা নতুন আলু সানন্দে বাজার থেকে ক্রয় করতে পারবেন।

দিনাজপুর শহরের বাজারগুলোতে ঘুরে কাঁচামাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রাহকরা এখনই নতুন আলু খোঁজ করছেন। কিন্তু আলু একটু দেরিতে রোপন করায় ২ সপ্তাহ পরে বাজারে আসার সম্ভবনা রয়েছে। এদিকে নতুন জাতের আলু বাজারে উঠলে পুরাতন আলুর দাম কমবে বলে কৃষি বিভাগের সূত্রটি আশাবাদ ব্যাক্ত করেন।

দিনাজপুর জেলা দেশের শস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত। এ জেলায় উৎপাদিত ধান, গম, ভুট্টা, আম ও লিচুসহ অন্যান্য ফসল জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। আমন ধান কাটা শেষ হতেই সেই জমিতে কৃষকরা আলু আবাদ শুরু করেন।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা সহকারী পরিচালক আশরাফুজ্জামান জানান, জেলায় গতবছর ৪৪ হাজার ৩০০ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছিল। গত বছরের অর্জিত আলু ফলন অনুযায়ী অর্জিত ও উৎপাদন হয়ে ফলন হয়েছিল ৯ লাখ ৩০ হাজার মেট্রিক টন। এ বছরও একই পরিমাণ জমিতে আলুর আবাদ হয়েছে। ইতিমধ্যে সাড়ে ১০ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ হলে করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নতুন আলু বাজারে পাওয়া যাবে। এছাড়া সারাবছর খাওয়ার উপযোগী আলুর বীজ বর্তমানে কৃষকরা রোপণ করছেন। যা দুই মাস পর তোলা হবে। আর সেগুলো সংরকক্ষণ করা হবে।

সদর উপজেলার মহব্বতপুর ও উলিপুর গ্রামের কৃষক আব্দুর রহমান ও সোলায়মান আলী জানান, গতবছর আলুর বাম্পার ফল হয়েছিল। কিন্তু বাজারে আলুর দাম কম থাকায় অধিকাংশ কৃষক লাভের মুখ দেখেননি। এবছর বাজারে পুরাতন আলুর দাম বেশি। তাই সে আশায় বুক বেধে আলু চাষ করছেন তারা। আগাম আলুর বীজ প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে কিনতে হয়েছে। আগাম আলুর দাম ভালো পেলে গতবছরের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে আশা কৃষকদের।

জেলার বিরল ও চিরিরবন্দর উপজেলার একাধিক কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগাম জাতের আলুর গাছে কোনো ধরনের রোগ বালাই এখন পর্যন্ত দেখা যায়নি। ফলে এবারে আবহাওয়া অনুকূল থাকায় আলুর ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশী জাতের চল্লিশা, লালঠি ও কাঠি নাল আলু আগাম বাজারে আসবে।

এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাঠপর্যায়ের কর্মকর্তারা আলু চাষিদের নানা পরামর্শ দিয়ে আলুর বাম্পার ফলন উৎপাদনে কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছেন।