• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দিয়ে ভোলা জেলায় ব্যাপক শিল্পকারখানা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  


ভোলা প্রতিনিধি: 
ভোলা বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ব্যবহার করে চিত্র পাল্টে যাবে বরিশাল অঞ্চলের।  ইতিমধ্যে বর্তমান সরকার এ গ্যাস ব্যবহার করে ভোলা সদরে সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র চালু করেন এবং বোরহানউদ্দিন নাদিরার চর নতুন করে আরো যোগ হয়েছে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে দিয়ে বোরহানউদ্দিন তথা ভোলাবাসীর জন্য দীর্ঘ এক স্বপ্ননের বাস্তবায়ন হতে যাচ্ছে। ওই বিদ্যুৎ এখন ভোলা চাহিদা পূরন করে বরিশাল অঞ্চল সহ কয়েকটি জেলায় নেওয়া হয়েছে। এদিকে এ বিদ্যুৎ কেন্দ্র দিয়ে সারকারখানা সহ বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হওয়ার উজ্জ্বল সম্ভবনা রয়েছে এখানে। এতে করে কর্মসংস্থান হবে ভোলা সহ বিভিন্ন জেলা উপজেলার বেকার যুবক-যুবতীদের। ফলে আরো উন্নয়নশীল জনপদে রুপান্তির হবে গ্যাস আবিস্কারস্থল এ উপজেলাটি। 
সূত্র বলছে, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র’র মজুদ থাকা বিপুল পরিমাণ গ্যাসকে কাজে লাগিয়ে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন উপজেলার নাদীরার চর নামক এলাকায় প্রায় ৩০ একর জমির উপর গড়ে উঠেছে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। প্রায় দুই হাজার কোটি ব্যয়ে পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হয়। কাজটি অর্থায়নে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও জিওবি ফান্ড আর বাস্তবায়নে রয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ কাজটি করেন একটি চায়না কোম্পানি। এছাড়াও বেশ কয়েকজন শিল্পপতি এ উপজেলায় ঘুরে গেছে এবং তারা এ উপজেলায় বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলার কথাও ভাবছেন। বিদ্যুৎ কেন্দ্র চালুর মধ্যে দিয়ে একদিকে যেমন এ অঞ্চলের বিদ্যুৎতের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শিল্প প্রতিষ্ঠান তৈরি, বেকারদের কর্মসংস্থান ও উন্নয়নশীল জনপদে রুপান্তির হবে। এছাড়া ইতিমধ্যে এ উপজেলা থেকে বরিশাল বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এদিকে ওই ২২৫ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পাশেই আরোও ২২৫ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে গড়ে তোলার জন্য জমি অধিক গ্রহন করা সহ কাজ শুরু হয়েছে। গ্যাস ভিত্তিক ৪৫০ মেঘাওয়াটের পাওয়ার প্ল্যান্ট হতে যাচ্ছে এ উপজেলায়। এতে ভোলাবাসীর ভাগ্যে পরিবর্তনের সম্ভবনা রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রে পিডিবির দায়িত্বরত কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা গেছে, বিদ্যুৎ থেকে এ উপজেলায় বিভিন্ন শিল্প কারখানা সহ অনেক আধুনিক কারখানা গড়ে উঠার সম্ভবনার কথাও জানান।