• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আলোকিত ভোলা

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪  

ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরোজ, সিভিল সার্জন ঝালকাঠি ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারসহ জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঝালকাঠি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ এবং আসন্ন রমযান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও দাম বৃদ্ধি রোধে জোড়ালোভাবে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্তরের এসএসসি ও দাখিল সমমানের পরিক্ষা শুরু হচ্ছে এই পরিক্ষায় যারা আইনের ব্যপ্তায় ঘটাবেন সেই সকল কেন্দ্র সচিব, কেন্দ্র সুপার ও তাদের সহযোগিদের জরিমানা নয় অপরাধের জন্য জেল হাজতে প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক সভায় উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বিগত ১মাসে (জানুয়ারি) ৫৯টি মামলা দায়ের হয়েছে ও ৬১জন মামলাভূক্ত আসামী গ্রেফতার। এর মধ্যে ২টি অরাজনৈতিক খুন, ১টি নারী নির্যাতন,   সিধেল চুরি ২টি, গবাদি পশু ২টি, গাড়ি চুরি ১টি ও অন্যান্যসহ ৭টি চুরি, ১টি অগ্নিসংযোগ, ১টি সড়ক দূর্ঘটনা, পারিবারিক সংঘাতজনিত কারণে ২৫টি মারামারি ঘটনা, ১৭টি মাদক আইনের মামলা ও ৫টি অন্যান্য মামলাসহ ৫৯টি মামলা দায়ের হয়েছে। ৬১জন আসামী গ্রেফতার করা হয়েছে। এর পূর্বের মাসে (ডিসেম্বর) মামলার সংখ্যা ছিল ৫৭টি এবং আসামী গ্রেফতারের সংখ্যা ছিল ৪৬জন।

ঝালকাঠি জেলায় বিগত ১মাসে (জানুয়ারী) ৯৪টি মোবাইল কোর্ট পরিচালতি হয়েছে। এই মোবাইল কোর্টের আওতায় ৭৮টি মামলা দায়ের হয়েছে। ৮২জনকে দন্ডিত করে ৭লাখ ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১২জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। পূর্বের মাসে জেলায় মোবাইল কোর্টের সংখ্যা ৬৪টি, মামলার সংখ্যা ৬০টি, ৫৮জনকে দন্ডিত করে ১২ লাখ ২২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল এবং ৭জনকে কারাদন্ড প্রদান করা হয়েছিল। ঝালকাঠি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরোজ এই তথ্য উপস্থাপন করা হয়েছে।