• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

শিবচরকে আমরা আরও উন্নত করবো- চিফ হুইপ

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪  

মাদারীপুরের শিবচরে মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস চৌধুরী নামে দৃষ্টিনন্দন তোরন উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী।  মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের প্রাক্তন সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজ সেবকের নামের তোরনটি শিবচর উপজেলার প্রবেশদ্বার দত্তপাড়া ইউনিয়নের সূর্য্যনগর বাজারে মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে নির্মিত। তোরনটি শনিবার বিকেলে উদ্বোধন করা হয়।

সূর্যনগর-উৎরাইল আঞ্চলিক সড়কের প্রবেশ পথে মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে এই তোরণটি নির্মিত। ৭৬ ফিট দৈর্ঘ্য, ৩৫ ফিট উচ্চতা এবং ৯ ফিট প্রস্থের এই তোরণটি । মরহুম ইলিয়াস আহম্মদ চৌধুরী (দাদাভাই) ১৯৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগ পুনর্গঠনসহ বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা.মো. সেলিম ,উপজেলা ভাইস চেয়ারম্যার আতাউর রহমান বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর চীফ হুইপ দত্তপাড়ায় আড়িয়াল খা নদ সংলগ্ন নব নির্মিত পার্ক গার্ডেনিয়া নামক পার্ক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, আজ থেকে ৫০ বছর আগে এই এলাকা এরকম ছিল না। এখান থেকে যে একটা বিশ্বরোড যাবে, এতো সুন্দর একটা রাস্তা যাবে, এটা আমরা ভাবতে পারিনি। আমাদের পিতা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী ১৯৭৪ সনেই ঢাকা-খুলনা মহাসড়কের প্রস্তাব বঙ্গবন্ধুর কাছে দিয়েছিলেন। বঙ্গবন্ধু ১৯৭৪ সনের বাজেটেই এই রাস্তার জন্য বরাদ্দ দিয়েছিলেন। জাতির পিতা যদি বেঁচে থাকতো, তবে অনেক আগেই আমাদের স্বপ্নের রাস্তা বাস্তবায়ন হতো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার কারনে, আপনারা তাকে বার বার ক্ষমতায় বসানোর কারনে আমরা শুধু রাস্তাই না, পদ্মাসেতু পেয়েছি। রেল সড়ক পেয়েছি, রেল স্টেশন পেয়েছি। আজ শিবচরের মানুষ সড়ক পথে এবং রেল পথে আসা-যাওয়া করতে পারছে।'
চিফ হুইপ আরও বলেন,'শিবচরকে আমরা আরও উন্নত করবো। শিবচরের ছেলেমেয়েদের যাতে বিদেশে গিয়ে লেখাপড়া করতে না হয়। বিদেশে গিয়ে চিকিৎসা করতে না হয়। বিভিন্ন এলাকার মানুষ যেন শিবচরে আসে।'