• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

স্মার্ট বাংলাদেশ গঠনে খেলাধূলা ও শিক্ষায় শিক্ষিত হওয়ার আহব্বান

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন-মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে আমরা সকল দিক থেকে যদি উন্নতি না করতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে যদি আধুনিক শিক্ষায়, আধুনিক খেলাধূলায় এবং যদি স্মার্ট না করতে পারি তাহলে আমরা কিন্তু উন্নত বাংলাদেশের প্রতিযোগিতায় যেতে পারবো না।

শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচরে মাহমুদ হাসান খান (সংগ্রাম) স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, নব নির্বাচিত শিবচর উপজেলা চেয়ারম্যান ডা: মো: সেলিম, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সভাপতি মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার হাসান রানা খান প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়, শুক্রবার বিকেলে শিবচর হাতির বাগান মাঠে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের আয়োজনে মাহমুদ হাসান খান (সংগ্রাম) স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন। ১০ টি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনালে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব বনাব ভেন্নাতলা একাদশ অংশগ্রহন করে। খেলায় ভেন্নাতলা একাদশকে হারিয়ে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলায় বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সজলকে ম্যান অব দ্যা ম্যাচ, শামীম ম্যান অব দ্যা টুর্নামেন্ট, আকাশ সেরা ব্যাটস ম্যান ও শামীমকে সেরা বোলার ঘোষনা করা হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আরো বলেন, আমরা চাই খেলাধূলা, পড়াশোনাসহ সকল বিষয়ে যেন শিবচর এগিয়ে যেতে পারে। শিবচরে খেলাধূলার জন্য অনেক প্রকল্প হচ্ছে। এর মধ্যে শেখ রাসেল স্টেডিয়ামের কাজ চলছে। ৫০ কোটি টাকা ব্যয়ে আমাদের একটি ইনডোর স্টেডিয়ামের অনুমোদন হয়েছে। যেখানে সকল রকমের সুযোগ সুবিধা থাকবে। এছাড়াও মরহুম ইলিয়াস চৌধুরী ক্লাবের ভবন নির্মানের কাজ শুরু হয়েছে। ভবন নির্মান শেষ হলে এখানে খেলোয়াড়দের থাকা, খাওয়াসহ সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে।