• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

ভোলায় উদ্যোক্তাদের তিনদিনের ঈদমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ঢল

আলোকিত ভোলা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

ভোলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তাদের ঈদমেলা। এ মেলায় রয়েছে নারীদের নিপুন হাতের তৈরিকৃত নানা ডিজাইন ও কারুকার্যের হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি, শাড়ি ও থ্রি পিসসহ বাহারি পোশাকের সমারোহ।

এছাড়াও রয়েছে কসমেটিকস ও খাদ্য সামগ্রীসহ বাহারি পণ্য। একই ছাদের নিচে নানা পণ্যের সমারোহ থাকায় দৃষ্টি আকর্ষণ করছে ক্রেতা দর্শনার্থীদের। আর তাই প্রথমদিন থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ঢল নেমেছে মেলায়। তবে সুলভমূল্যে পণ্য কিনতে এসে বেশ সন্তুষ্ট ক্রেতারা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভোলা জেলা নারী উদ্যোক্তা এ মেলার আয়োজন করে।

ভোলা শহরের বাংলা স্কুল মাঠে সোমবার (১ এপ্রিল) রাতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।  

উদ্যোক্তা ঈদমেলা ঘুরে জানা গেল, মেলা মানেই উৎসব আর নতুন বা ভিন্ন কিছুর সমারোহ। যেখানে ক্রেতা-বিক্রেতা দর্শনার্থীর সমাগমে বাড়তি মাত্রা যোগ হয়ে পরিণত হয় মিলনমেলায়। তেমনি নারী উদ্যোক্তাদের তিনদিনের ঈদমেলায় ঢল নেমেছে। শহরের বাংলাস্কুল মাঠের এ মেলার আয়োজক নারী উদ্যোক্তা এবং ক্রেতা-বিক্রেতারাও নারী।  

স্টলে স্টলে তৈরি পোশাকের পাশাপাশি কসমেটিকস ও নানা কারুকার্যের পাঞ্জাবি আর তৈরি পোশাকের সমারোহ। যা কিনতে এসে খুশি ক্রেতারা। দাম নিয়ে অভিযোগ নেই কারো। সাধ্যের মধ্যে পণ্য কিনে খুশি তারা।

ক্রেতা শ্রাবণী, রেশমি আক্তার ও রুবিনা জানান, মেলায় নতুন নতুন কালেকশন রয়েছে যা ক্রেতাদের মন জয় করে নিয়েছে। তাছাড়া একই স্থানে মিলছে সব পণ্য। দামও মোটামুটি সহনশীল। ঈদ উপলক্ষে মেলার এমন আয়োজনে ক্রেতা-দর্শনার্থীদের ঢল নেমেছে আর তাই সন্তুষ্ট অনেক বিক্রেতা।

নতুন উদ্যোক্তা তৈরিতে এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন আয়োজকরা।

উদ্যোক্তা ঈদমেলা কমিটির সভাপতি পাপিয়া চৌধুরী বলেন, মূলত পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ মেলার আয়োজন।  

স্টল মালিক প্রমিতা এনি বলেন, দেশীয় পণ্যের সমারোহ রয়েছে মেলায়। আমরাও চাই ঐতিহ্য ধরে রাখতে। তাই আমাদের স্টলে মনিপুরি শাড়ি, হ্যান্ড পেইন্ট শাড়ি-পাঞ্জাবির সমারোহ রয়েছে। যা কিনতে ভিড় করছেন ক্রেতারা।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, নারীরা যাতে বাধাহীন এগিয়ে যেতে পারে সেজন্য তাদের নিরাপত্তার পাশাপাশি সার্বিক সহযোগিতা করছে জেলা প্রশাসন।  

এর আগে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। মেলায় ২১টি স্টল বসেছে। সার্বিক সহযোগিতায় রয়েছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা।