• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

হঠাৎ মৌসুমীর বাসায় কেন এতো ছাত্রলীগ নেতা?

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

তিনি ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী। দেশের সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয় নায়িকা। শুধু নায়িকা নন, একজন রাজনীতিবিদও বটে। সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে সভাপতির পদে লড়েছিলেন তিনি। অংশ নিতে চেয়েছিলেন জাতীয় নির্বাচনেও। বলছি এক সময়ের পর্দা কাপানো নায়িকা মৌসুমীর কথা। নতুন খবর হচ্ছে- এ তারকার আমন্ত্রণে সাড়া দিয়ে তার বাসায় হাজির হয়েছিলেন ছাত্রলীগ ও ডাকসুর নেতাকর্মীরা।

নিজের বাসায় প্রায়ই আনন্দ-আড্ডার আয়োজন করেন জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। তবে এসব আয়োজন হয়ে থাকে তাদের জন্মদিন, বিবাহবার্ষিকী বা তাদের ছেলেমেয়ের বিশেষ দিনে। আর সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন চলচ্চিত্র প্রযোজক-শিল্পী-কলাকুশলী ও সাংবাদিকেরা। তবে এবার ভিন্নতা দেখা গেল। গত ৯ ডিসেম্বর রাতে মৌসুমীর আড্ডায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতাকর্মীরা।

মৌসুমীর স্বামী, একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী সেই আড্ডার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, অতিথি আপ্যায়ন খুব পছন্দ তার।

মৌসুমীর আমন্ত্রণে আড্ডায় হাজির হয়েছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ বেশ কয়েকজন ক্ষমতাসীন দলের নেতাকর্মী।

কিন্তু কেনো এ আয়োজন? হঠাৎ তারকা শিল্পীর বাসায় কেনো এতো রাজনৈতিক নেতা? এ প্রশ্ন উঁকি দিচ্ছি সবার মনে।

ওমর সানি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটা একটা গেট টুগেদার ছিল। মৌসুমীর আয়োজনে সবাই এসেছিলেন আন্তরিকতা থেকে।’

প্রসঙ্গত, অনেক দিন ধরেই চলচ্চিত্রে নেই মৌসুমী। তবে তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা গেছে। গেল সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনেছিলেন এ অভিনেত্রী। এছাড়া সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন তিনি।