• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ

শুক্রাণু পেতে নারীদের প্রতিযোগিতায় নামতে বললেন ৬৩ শিশুর পিতা!

আলোকিত ভোলা

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

মাত্র ৩১ বছর বয়সেই ৬৩ সন্তানের বাবা হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কেইল জর্ডি। যুক্তরাষ্ট্রে কেইলের এই কীর্তিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

সম্প্রতি সমাজমাধ্যমে এসে কেইল বলেন, ‘আমার শুক্রাণু পাওয়ার জন্য নারীদের এ বার প্রতিদ্বন্দিতা করতে হবে। আমি শুক্রাণু দান করে রোজগার করি না। এই কাজ আমি বিনামূল্যে করি। তাই একাধিক নারী বিভিন্ন সময়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। সবার নাকি আমার শুক্রাণু চাই! আমি এ বার একটি টিভি শো চালু করব। যেখানে আমার শুক্রাণু পেতে হলে নারীদের প্রতিযোগিতায় নামতে হবে।’

ইনস্টাগ্রামে কেইলের লক্ষ লক্ষ অনুরাগী। আর সেখানেই নারীরা তার কাছে শুক্রাণু দানের জন্য অনুরোধ করেন। নেটমাধ্যমে কেইল নিজেই জানিয়েছেন, শুক্রাণু দান করাই তার নেশা।

বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও কেইলের দাবি, মাঝেমধ্যেই অনলাইনে বিভিন্ন দেশ থেকে সন্তানধারণে ইচ্ছুক নারীরা যোগাযোগ করেন তার সঙ্গে। পৃথিবীর একাধিক দেশে শুক্রাণুদাতার পরিচয় গোপন রাখা হয়। তবে কেইল এই গোপনীয়তা খুব একটা পছন্দ করেন না। বরং যারা তার শুক্রাণু নিচ্ছেন, তাদের সঙ্গে আগে থেকে আলাপ করতে পছন্দ করেন।

কেইল বলেন, ‘আমার সঙ্গে এত নারী যোগাযোগ করেন যে, কাকে আমি শুক্রাণু দেব, তা আমি বুঝে উঠতে পারি না। তাই টিভি শোয়ে প্রতিযোগিতার মাধ্যমে তাদের বাছাই করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শুক্রাণু দিতে চাই বলে আমি কোনও নারীর সঙ্গে মিলন করি না, কেবল স্বমেহনের মাধ্যমেই শুক্রাণু সংগ্রহ করি। সেবাই আমার কাছে বড় ধর্ম। আমি এই কাজ তত দিন চালিয়ে যাব, যত দিন নারীদের আমার প্রয়োজন পড়বে। তবে এত নারীর আর্জি রাখা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না।’

কেইলের দাবি, নিজের সব সন্তানকেই সমান ভালবাসেন তিনি।