• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা

করোনায় সবচেয়ে বিপর্যস্ত যে দশটি দেশ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

করোনা ভাইরাসে ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব। ভাইরাস ছড়িয়েছে প্রায় ১৮৩ টি দেশে। প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৪৪০ জন। আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫৪ হাজার ৬৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৯ হাজার ৭০ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি। তবে, চীনে প্রথম এই ভাইরাস ধরা পড়লেও তারা করোনার চিকিৎসার জন্য স্থাপিত সর্বশেষ হাসপাতালটিও বন্ধ ঘোষণা করেছে।

কিন্তু ভাইরাসটি এখনো দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। বর্তমানে ইতালি ও ইরানে চলছে ভয়াবহ পরিস্থিতি। এদিকে ভারতও ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা। ভারতের ৩০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

আক্রান্ত দেশগুলোর শীর্ষে আছে যে দশটি দেশ, দেখে নিন তার তালিকা (২০ মার্চ ২০২০ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে):

১. ইটালি
মোট আক্রান্ত ৪১ হাজার ৩৫ জন। করোনা সংক্রমণের কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের এই দেশে। সেখানে মৃতের সংখ্যা তিন হাজার ৪০৫। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার সেখানে এখনো কম। মোট সুস্থ হয়েছেন চার হাজার ৪৪০ জন।

২. চীন
বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন চীনে। সেখানে মোট আক্রান্ত ৮১ হাজার ১৯৯জন। মারা গেছেন তিন হাজার ২৫৩ জন। কিন্তু আক্রান্ত যেমন বেশি, তেমনি সুস্থ হয়ে ওঠা মানুষও সেখানে সবচেয়ে বেশি। চীনে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ২৬৬ জন।

৩. ইরান
মোট আক্রান্ত ১৮ হাজার ৪০৭ জন। মারা গেছেন এক হাজার ২৮৪ জন। সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৭৯ জন।

৪. স্পেন
মোট আক্রান্ত ১৯ হাজার ৯৮০ জন। মারা গেছেন এক হাজার দুই জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৮৮ জন।

৫. ফ্রান্স
মোট আক্রান্ত ১১ হাজার ১০ জন। মারা গেছেন ৩৭২ জন। সুস্থ হয়েছেন ১২জন।

৬. মার্কিন যুক্তরাষ্ট্র
মোট আক্রান্ত ১৪ হাজার ২৫০ জন। মারা গেছেন ২০৫ জন। সুস্থ হয়েছেন ১২১ জন।

৭. যুক্তরাজ্য
যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭১৬ জন। মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৬৫ জন।

৮. দক্ষিণ কোরিয়া
মোট আক্রান্ত আট হাজার ৬৫২ জন। মারা গেছেন ৯৪ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৪০ জন।

৯. নেদারল্যান্ডস
মোট আক্রান্ত দুই হাজার ৪৬৮ জন। মারা গেছেন ৭৭ জন। সুস্থ হয়েছেন দুজন।

১০. জার্মানি
মোট আক্রান্ত ১৫ হাজার ৩২০ জন। মারা গেছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১১৫ জন।