• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

মিয়ানমারে একযোগে বিমান হামলা, নিহত ১০

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২  

মিয়ানমারে প্রতিনিয়ত বাড়ছে জান্তা বাহিনীর তৎপরতা। বুধবার (১৬ নভেম্বর) দেশটির কারেন রাজ্যে তাদের বিমান হামলায় তিন চীনা নাগরিকসহ নিহত হয়েছেন ১০ জন। সংবাদমাধ্যম ইরাবতি জানায়, কারেন ছাড়াও বিভিন্ন রাজ্যে এদিন হামলা চালায় জান্তা সেনারা। পাল্টা জবাবে, সেনাবাহিনীর অন্তত তিনটি যুদ্ধবিমান ধ্বংস ও আট সেনা সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলো। মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভার্নমেন্ট এনইউজির দাবি, গত ১১ মাসে আড়াইশর বেশি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী।  

কয়েক মাস ধরেই মিয়ানমারের বেশ কয়েকটি রাজ্যে বিদ্রোহী দমনে অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি এ অভিযান আরও জোরদার করেছে মিয়ানমার সেনারা। বুধবার একযোগে দেশটির বেশ কয়েকটি রাজ্যে বিমান হামলা চালায় তারা। এতে কারেন রাজ্যে তিন চীনা নাগরিকসহ বেশ কয়েকজন নিহত হয় বলে দাবি করেছে স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।  

গতবছর ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর চালানো অভিযানে এবারই প্রথম জান্তা সেনাদের হামলায় চীনা নাগরিক নিহতের ঘটনা ঘটলো। নিহতরা সবাই কারেন রাজ্যের একটি খনিতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

তবে বিভিন্ন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর প্রতিরোধের মুখেও পড়েছে জান্তা বাহিনী। ইরাবতি জানিয়েছে, বুধবার সশস্ত্র গোষ্ঠীগুলোর পাল্টা প্রতিরোধে অন্তত তিনটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস ও বেশ কয়েকজন জান্তা সেনা নিহত হয়েছেন। কারেন রাজ্যে অভিযান চালিয়ে নিরীহ মানুষ হত্যার জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ)।

এদিকে এনইউজির দাবি, গত ১১ মাসে আড়াইশর বেশি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে দেড় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর সেনা অভিযানের কারণে ঘর ছেড়েছেন ১০ লাখের বেশি মানুষ।