• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ধূমপানকে কেন্দ্র করে হামলা, প্রাণ গেল যুবকের

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪  

ভোলার বোরহানউদ্দিনে ধূমপানকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সজিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন লোকমান নামে আরো একজন। এ ঘটনায় পুলিশ ঝিনুক নামে তরুণীকে গ্রেফতার করেছে।
শুক্রবার সকালে ঐ তরুণীকে গ্রেফতার করা হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত সজিব একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এছাড়া গ্রেফতারকৃত ঝিনুক উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলামের মেয়ে।

মৃত সজিবের বড় ভাই রাকিব এবং ফুফাতো ভাই আশিক জানান, বৃহস্পতিবার বিকেলে আশিক, নুরনবী ও জিহাদ একসঙ্গে আড্ডা দিচ্ছিল এবং ধূমপান করছিলেন। তাদের সামনে দিয়ে পার্শ্ববর্তী এলাকার রায়হান ও তার বোন ঝিনুক হেঁটে যাচ্ছিলেন। এ সময় রায়হানদের দিকে সিগারেটের ধোঁয়া যায়। এ নিয়ে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। পরে যে যার মতো করে বাড়ি চলে যান।

রাকিব এবং আশিক অভিযোগ করে আরো জানান, পরে ঘটনাটি ঐ এলাকার লোকমানকে জানানো হয়। লোকমান সজিবকে নিয়ে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়হানদের বাড়িতে যান। এ সময় রায়হান, তার ভাই ইয়ামিন, হাসান, জিহাদ, জাহিদ ও ঝিনুকসহ ১০ থেকে ১২ জন তাদের উপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয় এবং লোকমানকে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। তার অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে বরিশাল ও পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়।

সজিব ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ভোটের দুইদিন আগে বাড়িতে যান। শুক্রবার তার ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।

বোরহানউদ্দিন থানার এসআই সিজার জানান, এ ঘটনায় নিহতের ভাই মোক্তার হোসেন ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচ থেকে ১০ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় শুক্রবার সকালে ঝিনুক নামে এক তরুণীকে বোরহানউদ্দিন উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) আলাউদ্দিন জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঐ মামালায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।