• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষক বান্ধব সরকার- এমপি শাওন

আলোকিত ভোলা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

 লালমোহন প্রতিনিধিঃ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষক বান্ধব সরকার। কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের উদ্বুদ্ধ করার জন্য বিশেষ প্রণোদনা কর্মসূচী হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী লালমোহন উপজেলায় ১৫৪০ জন কৃষককে সরিষা, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম ও মুগ চাষের জন্য ৪.৭৪৫ মেঃ টন বীজ ও ৪১.০০ মেঃ টন রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

শুক্রবার সকাল ১১টায় লালমোহন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষি উপকরণ বিতরণের ফলে উৎপাদন বেড়ে আজ আমরা খাদ্যে স্বয়ং সম্পুর্ণ। দেশের খাদ্য চাহিদা মিটানোর পরে অতিরিক্ত খাদ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছি। আর এ সাফল্যের দাবীদার বর্তমান সরকার, কৃষক ও কৃষি কর্মী। 

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বাড়ি থেকে এনে বীজ ও সার দিচ্ছেন। আর বিএনপি জোট সরকারের সময় বীজ ও সারের জন্য কৃষকদেরকে মরতে হয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি'র সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাছান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, কৃষি অফিসার এ,এফ,এম সাহাবুদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, গোলাম মোস্তফা, আবুল বাসার সেলিম, শাহজাহান মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপুর্ব দাস সহ কৃষি সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।

প্রতিজন কৃষক ১বিঘা জমির জন্য ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, গ্রীষ্মকালীন মুগ, শীতকালীন মুগ বীজ, ডিএফপি ও এমওপি সার পাবেন। লালমোহন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানান, বর্তমান কার্যক্রম বাস্তবায়িত হলে ২১২.২১ হেক্টর/৫২৪.০০ একর জমি রবি শস্য চাষের আওতায় আসবে। আবহাওয়া অনুকূলে থাকলে এই পরিমাণ জমি থেকে অতিরিক্ত ৬৯৮.৩৯ মেঃ টন রবি শস্য উৎপাদিত হবে, যা লালমোহন উপজেলার খাদ্য নিরাপত্তায় সুরক্ষা হিসেবে কাজ করবে।