• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে কর্মসূচি পালিত

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

মিথ্যা মামলায় ২০০৭ সালে ১৬ জুলাই তৎকালীন অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভাপতি, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে। প্রায় ১১মাস পর মুক্তি পান তিনি। মুক্তির এই দিনটি উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠন স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, সমাবেশসহ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, এস এম মান্নান কচি, হুমায়ুন কবীর, অ্যাডভোকেট গোলাম মোরশেদ, আখতার হোসেন, মুনসুর হোসেন  প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী বলেন, শেখ হাসিনাকে একাধিক বার হত্যার চেষ্টা করা হয়েছে। কারণ তারা জানে আওয়ামী লীগকে ধ্বংস করতে হলে নেত্রীকে হত্যা করতে হবে। পাপুল ও সাহেদরা দল ও দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। নেত্রী অবশ্যই এটা দেখবেন। অপকর্মকারী ও ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। 

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  নির্মল রঞ্জন গুহ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাউল হক সাচ্চু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক সায়িদ প্রমুখ।

এ সময় বক্তারা দলীয় নেতাকর্মীদের দল ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান। পরে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

অপরদিকে কৃষক লীগ এইদিনটি ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ নামে পালন করেছে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ রাজনৈতিক কার্যালয়ে ৪র্থ তলায়। শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করবেন কৃষকলীগের সভাপতি সমীর চন্দ। নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মোহাম্মদ হালিম খান, আবুল হোসেন প্রমুখ।

আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবুর উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পুরাতন ঢাকার ভিক্টোরিয়া পার্কে অসহায়, গরিব, দুখী ও দুস্ত মানুষের মাঝে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।