• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

নির্বাচন বানচালকারীদের প্রতিহত করতে যুব সমাজ মাঠে আছে: পরশ

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

যারা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বানচাল করতে চায়, তাদের প্রতিহত করতে যুব সমাজ মাঠে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সোমবার (০৪ ডিসেম্বর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

যুবলীগের চেয়ারম্যান বলেন, যারা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বানচাল করতে চায়, তাদের প্রতিহত করতে যুব সমাজ মাঠে আছে।  এছাড়া যারা মৌলবাদী বীজ বোপন করছে তাদের প্রতিহত করতে যুব সমাজ প্রস্তুত আছে।

শেখ ফজলুল হক মনি সম্পর্কে যুবলীগের চেয়ারম্যান বলেন, তিনি ছিলেন মেধাবী রাজনীতি যুবসমাজের জন্য অনুপ্রেরণা।
 
সকালে সংগঠনটির পক্ষ থেকে শেখ ফজলুল হক মনির কবরে ফুল দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে ১৫ আগস্টে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে তারুণ্যের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে যুবলীগ।

প্রসঙ্গত, ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ ফজলুল হক মনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

শেখ মনি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক এবং জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।

মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন শেখ মনি। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যুব রাজনীতির সূচনা করেন তিনি। শেখ মনি ১৯৬২-৬৩ সালের মেয়াদে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন।