• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ২১৪

আলোকিত ভোলা

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪  

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে শুরুটা ভালো করেছে টাইগ্রেসরা। যদিও স্বাগতিকদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অজিরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

দুই দেশের মধ্যকার প্রথম ওয়ানডেতে টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে শুরুতেই সাফল্য পায় স্বাগতিকরা। নিজের করা প্রথম বলেই ফোবে লিচফিল্ডকে বোল্ড করেন সুলতানা খাতুন।

সুলতানার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ২ রানে সাজঘরে ফেরেন এলিস পেরি। একপ্রান্ত আগলে রানের খাতা সচল রেখেছিলেন অধিনায়ক আলিসা হিলি। তাকে ফেরান মারুফা আক্তার মনি। ব্যক্তিগত ২৪ রানে উইকেটের পিছে ক্যাচ দেন এ ওপেনার।

তাহলিয়া ম্যাকগ্রা ক্রিজে টিকে থাকার চেষ্টা করেও পারেননি। ফিরেছেন ৯ রানে। পঞ্চম উইকেটে ৩০ রান যোগ করেন বেথ মুনি ও অ্যাশলে গার্ডনার। তবে মুনিকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন ফাহিমা। ২৫ রান করেন এ ব্যাটার।

একপ্রান্তে সতীর্থদের যাওয়া আসার মাঝে দারুণ এক ইনিংস উপহার দেন অ্যানাবেল সাদারল্যান্ড। ৭৬ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন অ্যানাবেল। এর আগে গার্ডনার খেলেন ৩২ রানের ইনিংস।

শেষদিকে আলানা কিংয়ের ৩১ বলে অপরাজিত ৪৬ রানের ঝড়ে বাংলাদেশকে কঠিন লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। টাইগ্রেসদের হয়ে সুলতানা ও নাহিদা দুটি এবং মারুফা, ফাহিমা ও স্বর্ণা একটি করে উইকেট শিকার করেন।