• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

শুধু স্বপ্ন নিয়েই দেশে ফিরছে টাইগাররা

আলোকিত ভোলা

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

বিশ্বকাপের দ্বাদশ আসরে নিজেদের মেলে ধরতে পারেনি টাইগাররা। তবে ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড থেকে আগামী বিশ্বকাপের স্বপ্ন নিয়ে দেশে ফিরল টাইগাররা।

রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরে এসে পৌছাবে টাইগারদের বহনকারী বিমান।

লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় মাশরাফীর দল। 

এদিকে দলের সঙ্গে দেশে ফেরেননি বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।

সাকিবের পাশাপাশি মেহেদী হাসান মিরাজও ইংল্যান্ডে থেকে গেছেন। টুর্নামেন্টের মাঝপথে তার স্ত্রী বিশ্বকাপ দেখতে যাওয়ায় তাকে সঙ্গে নিয়ে কিছুদিন ঘুরে বেড়াবেন তরুণ এই অলরাউন্ডার।

এছাড়া বিশ্বকাপে এক ম্যাচও না খেলা আবু জায়েদ রাহী এবং তামিম ইকবালও থেকে গেছেন লন্ডনে। এরা ছাড়া অন্য সবাইই দেশে ফিরেছেন।

সেমির প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। নিজেদের শেষ ম্যাচ খেলার আগেই শেষ চারের আশা ভঙ্গ হয় টাইগারদের। 

আসরে গ্রুপ পর্বে ৯ ম্যাচ ছিল টাইগারদের। এর ৮টির মধ্যে জয় পেয়েছে ৩টিতে। পরিত্যক্ত ম্যাচের ১ পয়েন্ট মিলিয়ে ৭ পয়েন্টে পেয়ে সপ্তম স্থানেই বিশ্বকাপ মিশন শেষ করেছে মাশরাফী বাহিনী।