• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার

নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, জেলেপাড়ায় খুশির আমেজ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩  

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবে জেলেরা। জেলেপাড়ায় তাই খুশির আমেজ। তবে ডিম দিয়ে সাগরে চলে যাওয়ায় ইলিশ ধরা পড়া নিয়ে শঙ্কায় জেলেরা। মৎস্য বিভাগের দাবি, কর্মসূচি সফল হয়েছে, তাই বাড়বে ইলিশের উৎপাদন।

প্রজনন মৌসুমে মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। মধ্যরাত থেকে চাঁদপুরের জেলেরা নদীতে নামবে। নদীতে জাল নিয়ে নামলেও মাছ পাওয়া নিয়ে একদিকে শঙ্কা, অন্যদিকে সংসারের টানা পোড়নের মধ্যে জেলেরা। জেলেরা জানান, যদি নদীতে মাছ থাকে তবে পাবো, আর যদি মাছ না থাকে তাহলে দেনা থেকে যাবে।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, টাস্কফোর্সসহ প্রশাসনের সহযোগিতায় মা-ইলিশ সংরক্ষণ অভিযান সফল হয়েছে। এতে ইলিশের উৎপাদন বাড়বে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, “এ অভিযানটা সফলতার মাধ্যমে শেষ হচ্ছে। ইলিশ সম্পদ রক্ষার জন্য এ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আবার মাছ ধরা শুরু হবে। মৎস্য ঘাট ও জেলেপল্লীতে উৎসব বিরাজ করছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা শেষে মাছের উৎপাদন বৃদ্ধি হবে পাশাপাশি জেলায় এক লাখ ৯২ হাজার মেট্রিক টন ইলিশের যে লক্ষ্যমাত্রা তা পূরণ হবে।

জেলেরা জানান, নদীতে যাবার প্রস্তুতি নিচ্ছি, মাছ পেলে দেনা পরিশোধ করতে পারবো।

ভোলা জেলা মৎস কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, “আমাদের যে লক্ষ্যমাত্রা ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন তা পূরণ হবে এবং জেলেরা অনেক বেশি মাছ বলে আশা করছি।”

আনন্দের জোয়ার বইছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলে পল্লীতে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন দ্বীপের লক্ষাধিক জেলে। ৪২টি ছোট-বড় ঘাট থেকে মাছ শিকারে নামবে জেলেরা। শেষদিনে মাছ ধরার ট্রলার ও বোটগুলো মেরামত এবং ঘাটের পাশে বসে জাল বুনতে ব্যস্ত তারা।

এ মৌসুমে কম ইলিশ পাওয়ায় লোকসানে জেলেরা। নিষেধাজ্ঞার পর জালে ইলিশ মেলার আশা।

তারা জানান, অভিযানের পর নদীতে নেমে বেশি মাছ পাবো, এই আশা আমাদের।

এবারও নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে ছিল উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, “হাতিয়ার যে জেলে আছে তারা মোটামুটি সহযোগিতা করেছে কিন্তু অন্যান্য জেলা থেকে জেলেরা এসে মাছ ধরার চেষ্টা করেছে। তাদেরকে আটক করা হয়েছে।”

মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে গেলো ১১ অক্টোবর মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার।