• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতেও মাঠে ভ্রাম্যমাণ আদালত

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ মে ২০২০  

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি বাজার তদারকি করতে ঈদের ছুটিতেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধবার (২৭ মে) ঈদের তৃতীয় দিন সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের সড়ক, বিনোদনকেন্দ্র, হোটেল, ফার্মেসি এবং মুদি দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় ৬টি মামলায় ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম নগরের বাকলিয়া, সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং ও হালিশহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ৩টি মামলায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান। ছবি: বাংলানিউজ

ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, ডিসি স্যারের নির্দেশে বৃষ্টির মধ্যেই অভিযানে বের হই। এ সময় নকল মাস্ক বিক্রি করায় হাজারী গলির ২টি ফার্মেসিকে ১০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ওই এলাকার একটি মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নগরের শাহ আমানত সেতু, অভয়মিত্র ঘাটসহ বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠা বিভিন্ন এলাকায় জনসমাগম ঠেকানো এবং সড়কে ব্যক্তিগত গাড়ি ভাড়ায় চলাচল করছে কিনা তা যাচাই করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান নগরের পতেঙ্গা, ইপিজেড, বন্দর, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নগরে প্রবেশের দ্বার সিটি গেইট এলাকায় ব্যক্তিগত গাড়ি ভাড়ায় চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান। ছবি: বাংলানিউজ

ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান জানান, সকাল থেকেই বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল তেমন ছিলো না। আমরা নগরের প্রবেশপথ সিটি গেইটসহ বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করে যাদের পেয়েছি তাদের করোনা ভাইরাস বিষয়ে সতর্ক করেছি। তবে এই সময় কাউকে জরিমানা করা হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ইশমাম বায়েজিদ, চকবাজার, চান্দগাঁও, পাঁচলাইশ ও খুলশী এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি মাইক্রোবাস এবং সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী পরিবহন এবং হোটেল খোলা রেখে চা পরিবেশনের দায়ে মালিককে অর্থদণ্ড প্রদান করেন।

ম্যাজিস্ট্রেট একেএম ইশমাম জানান, অক্সিজেন মোড়ে একটি মাইক্রোবাসে ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছিলো। এ কারণে চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী পরিবহনের দায়ে এর চালককেও ৫০০ টাকা জরিমানা করা হয়।

হামজারবাগ এলাকায় একটি হোটেল খোলা রেখে হোটেলের ভিতরে চা পরিবেশনের দায়ে দোকানিকে ২০০ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।