• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘তিন বছরের মধ্যেই কর্ণফুলীতে প্রতিরক্ষা বাঁধ তৈরির কাজ শেষ হবে’

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০  

কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন প্রতিরোধে আগামী বর্ষার আগেই বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, ‘কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙনপ্রবণ এলাকা ১৫ কিলোমিটার। আট কিলোমিটারের কাজ করা হয়েছ। তিনটি খালসহ সাত কিলোমিটার কাজ (প্রতিরক্ষা বাঁধ নির্মাণ) করলেই ১৫ কিলোমিটার এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে।’

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উপমন্ত্রী বোয়ালখালীতে কর্ণফুলীর নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘আমি প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি কাল থেকেই এটার কাজ শুরু করবেন। আমরা অত্যন্ত দ্রুততার সাথে এ প্রকল্প প্রণয়ন করে আমাদের মন্ত্রণালয় হয়ে প্লানিং মিনিস্ট্রি হয়ে একনেক হয়ে আশা করি আগামী বর্ষার আগেই আমরা কাজ শুরু করতে পারব।’

এনামুল হক শামীম বলেন, ‘আমি প্রধান প্রকৌশলীকে এ নির্দেশনাও দিয়েছি, আমরা যখন টেন্ডার করব, তখন ছোট ছোট ভাগে ভাগ করে টেন্ডার করব। যাতে কাজ তাড়াতাড়ি শেষ হয়। চলতি মেয়াদের তিন বছরের মধ্যেই কর্ণফুলীর বাম তীরের প্রতিরক্ষা বাঁধ তৈরির কাজ শেষ করব।’

মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে আরও একটি মেগাপ্রকল্প গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী এ কাজ বাস্তবায়ন করছে। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে চলছে। কোভিড-১৯ এর মধ্যেও দেশের রিজার্ভ ৪১ বিলিয়নেরও বেশি।’

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, আওয়ামী লীগ নেতা শফিউল আলম প্রমুখ।