• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

অবকাশে যেসব দিনে হাইকোর্টে চলবে বিচার কাজ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪  

রোববার (৪ মার্চ) থেকে শুরু হওয়া প্রায় এক মাসের অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য ১১ টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ বিষয়ে সম্প্রতি হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের স্বাক্ষরে বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মার্চ  রোববার থেকে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতি ২০২৪ সালের ১০৭ ও ১১১ নং গঠনবিধি অনুসারে অবকাশকালীন বেঞ্চসমূহ গঠন করেছেন।  

এর মধ্যে ৭টি দ্বৈত বেঞ্চ । বাকি ৪টি একক বেঞ্চ।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ২৫ মার্চ, ২৭ মার্চ, ১ এপ্রিল, ২ এপ্রিল, ৩ এপ্রিল, ১৬ এপ্রিল ও ১৭ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট শুনানির জন্য গ্রহণ করবেন।

বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ ২৪ মার্চ, ২৫ মার্চ,৩১ মার্চ, ১ এপ্রিল,২ এপ্রিল, ৮ এপ্রিল,৯ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট শুনানির জন্য গ্রহণ করবেন।

বিচারপতি কে এম কামরুল কাদেরের একক হাইকোর্ট বেঞ্চ ২৪ মার্চ, ২৭ মার্চ, ১ এপ্রিল,২ এপ্রিল, ৮ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত কোম্পানি আইনের আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।

বিচারপতি মো.মজিবুর রহমান মিয়ার একক হাইকোর্ট বেঞ্চ ২৫ মার্চ, ২৭ মার্চ, ২৮ মার্চ, ৩১ মার্চ, ২ এপ্রিল,৩ এপ্রিল, ৪ এপ্রিল,৮ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি ও  কোম্পানি আইনের আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।

বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ ২৫ মার্চ, ২৭ মার্চ, ২৮ মার্চ,  ৩১ মার্চ, ১ এপ্রিল,২ এপ্রিল ও ৩ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।

বিচারপতি মো.শাহিনুর ইসলাম ও বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ২৭ মার্চ, ২৮ মার্চ, ১ এপ্রিল,২ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট ও ফৌজদারি আবেদন (দুদক ও মানিলণ্ডারিং ব্যতীত) শুনানির জন্য গ্রহণ করবেন।

বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ২৫ মার্চ, ২৭ মার্চ, ১ এপ্রিল, ৩ এপ্রিল ও ৪ এপ্রিল সকাল সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।

বিচারপতি ভীষ্মদেব চত্রবর্তী ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ ২৪ মার্চ,২৫ মার্চ,২৭ মার্চ, ২৮ মার্চ,৩১ মার্চ, ১ এপ্রিল ও ২ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।

বিচারপতি মো.ইকবাল কবির ও বিচারপতি মো.আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ২৭ মার্চ, ২৮ মার্চ,  ৩১ মার্চ, ১ এপ্রিল,৩ এপ্রিল,১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।

বিচারপতি ফাতেমা নজীবের একক হাইকোর্ট বেঞ্চ ২৪ মার্চ, ২৫ মার্চ, ২৮ মার্চ, ৩১ মার্চ, ১ এপ্রিল,৩ এপ্রিল  ও ৪ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর সোয় একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি ও ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।

বিচারপতি মো.খায়রুল আলমের একক হাইকোর্ট বেঞ্চ ২৪ মার্চ, ২৫ মার্চ, ২৭ মার্চ, ২৮ মার্চ, ১ এপ্রিল,২ এপ্রিল, ৩ এপ্রিল,৪ এপ্রিল, ও ১৮ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।