• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের জলসীমায় ঢুকে গ্রেফতার ২৪ শ্রীলংকান

আলোকিত ভোলা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার সময় চারটি মাছ ধরার নৌকাসহ শ্রীলংকার ২৪ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে এদের গ্রেফতার করে বাংলাদেশ নৌবাহিনী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী শনিবার (২২ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুক বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে টহল দিচ্ছিল। এসময় অচোনা, সানজু পুঠা, সি হর্স ও ডেনান মেরিন আচোনা নামে চারটি মাছ ধরার নৌকাকে আটক করা হয়। এতে ছিলেন শ্রীলংকার ২৮ জন জেলে, বোটচালক ও কর্মী। যারা সেসময় বাংলাদেশ অংশের সাগরে মাছ ধরছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর আরেকটি যুদ্ধ জাহাজ সুরভী। পরে বানৌজা সুরভীতে করে এদের গ্রেফতার করে পতেঙ্গায় নেওয়া হয়।

এ ঘটনায় বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পতেঙ্গা মডেল থানায় একটি মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা শফিকুল ইসলাম। এই মামলায় শ্রীলংকার ২৪ নাগরিককে গ্রেফতার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে পতেঙ্গা থানা উপপরিদর্শক মো. আবু সাঈদ রানা।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আরেফিন জুয়েল বলেন, ‘চারটি বোটে করে তারা বঙ্গোপসাগরে মাছ ধরছিল। গভীর রাতে অবৈধভাবে চারটি বোট বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ার পর নৌবাহিনীর টহল টিম তাদের আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'

তবে শ্রীলংকার এই নাগরিকরা স্রোতের টানে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনের প্রতিনিধি হেট্টিআরাচি কপিলা ঈশান্থা। তিনি বলেন, 'এদের কোনো অপরাধ নেই। তারা আসলে স্রোতের টানে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল। এরপর তাদের নৌকার জ্বালানি তেল শেষ হয়ে যায়। আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছে।'