• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্যানিটাইজারে নেই অ্যালকোহল, জরিমানা ৫ লাখ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২ জুন ২০২০  

রাজধানীর খিলগাঁওয়ে রেজা ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পেয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়। এ কারণে তাদেরকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা থেকে রেজা ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানায় অভিযান শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

অভিযান শেষে পলাশ বসু জানান, রেজা ফুড প্রোডাক্টস লিমিটেডের খাবার তৈরির ট্রেড লাইসেন্স রয়েছে। কিন্তু করোনাভাইরাসের মধ্যে সময়টাকে কাজে লাগিয়ে কোনো প্রকার অনুমতি বা অনুমোদন ছাড়া নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে তারা।

তিনি বলেন, জব্দকৃত স্যানিটাইজারে লেখা হচ্ছে ‘শতভাগ ভাইরাস প্রটেকশন’। এটা কখনোই সম্ভব না। তাদের তৈরি করা হ্যান্ড স্যানিটাইজারের গায়ে যে উপাদানগুলো আছে অর্থাৎ আইসোপ্রোফাইল অ্যালকোহল, তা বিন্দুমাত্র নেই। এগুলো সব ভেজাল ও নকল প্রোডাক্ট। এছাড়া মেয়াদোত্তীর্ণ লেবেলবিহীন পণ্য আছে এতে।

প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করছে জানিয়ে র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এর মধ্যে চট্টগ্রামের অমনিবাস নামের একটি কোম্পানিকে স্যানিটাইজার সরবরাহ করেছে তারা। কোনো ধরনের চুক্তিপত্র ও ওই প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই ছাড়াই তারা চট্টগ্রামে স্যানিটাইজার সরবরাহ করছে। এজন্য ভোক্তা অধিকার সংক্ষণ আইনে রেজা ফুড প্রোডাক্ট লিমিটেডের স্বত্বাধিকারী রেজাউর রহমানকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং কারখানা সিলগালা করে দেয়া হয়েছে।