• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার

নারায়ণগঞ্জে বিএনপির তাণ্ডব, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

আলোকিত ভোলা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জের তিনটি স্থানে একযোগে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এসময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টিসহ টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মৌচাক ও মাদানিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল বের করে। এসময় তারা দফায় দফায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

মিছিলে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ বিএনপি নেতা ও সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের এক পর্যায়ে তারা বেশ কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে পোড়ানো টায়ার সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

একই সময়ে শহরের বঙ্গবন্ধু রোডে হক প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় কমর আলী স্কুলের পাশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল করতে দেখা যায়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, মশাল মিছিলকারীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে সবাইকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় বিএনপির নিন্দা জানিয়ে স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, বিএনপি ক্ষমতার লোভে ও ভিন্ন পন্থায় ক্ষমতায় যেতে দেশে আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে। নারায়ণগঞ্জে আজকে সন্ধ্যায় একযোগে তিন স্থানে তারা মশাল মিছিল করে ককটেল বিস্ফোরণসহ রাস্তায় আগুন দিয়েছে। আমি ভিডিও ফুটেজ দেখেছি। বিএনপির এই অসৎ উদ্দেশ্য কোনোদিন সফল হবে না।