• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

পিচঢালা পথে ফুলের গালিচা

আলোকিত ভোলা

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

পিচঢালা পথে এ যেন ফুলের গালিচা। ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষদের কাছে এ যেন বাড়তি পাওনা। উপজেলা সদরে যারা ভোরবেলা হাঁটতে বের হয়, তাদের অধিকাংশই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও এর চারপাশের সড়কে হাঁটেন। মাঠের দক্ষিণ প্রান্তের সড়কে রয়েছে শিউলি ফুলের গাছ। ভোরবেলা সড়কটি ঝরে পড়া শিউলি ফুলে ভরে যায়। এখান থেকে কেউ পূজার ফুল কুড়ায়। আবার কেউ বা শিউলির মিষ্টি গন্ধে মুগ্ধ হয়।

জানা যায়, শিউলি স্বল্প আয়ুর ফুল। এ ফুলের কলিরা মুখতোলে সন্ধ্যায়। বেলা ডোবার পর ফুটতে শুরু করে। ঝরে পড়ে সূর্যোদয়ের আগেই। গাছতলা ভরে ওঠে সাদা ফুলের স্নিগ্ধ সমারোহে। ভোরের বাসাতে ভেসে আসা মিষ্টি গন্ধ জানিয়ে দেয় তার অস্তিত্ব। বরফসাদা পাপড়িগুলো পরস্পরের সাথে জোড়া লাগানো থাকে। নিচে কমলা রঙের বৃন্ত। শিউলি এই উপমহাদেশের নিজস্ব উদ্ভিদ। আদি নিবাস মধ্য ও উত্তর ভারতে। শরতের প্রথম থেকে শিউলি ফুটতে শুরু করে। তবে হেমন্তেও ফোটে এই ফুল। কার্তিকের প্রথমে দিকে ফুল কিছুটা কমে যায়, তবে মাসের শেষ দিকে ফুলের সংখ্যা বাড়ে। 

শিউলির অন্য আরেক নাম শেফালি। এই দুটো নাম বারবার এসেছে বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুরের গান ও কবিতায়। শিউলি ফুলের ভেষজ গুণ রয়েছে। স্বাদে তিতা হলেও মৌসুমি জ্বর, গলা বসা, ক্রিমি, জন্ডিস ও খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যায় দু-তিন চামচ পাতার রস সেবন উপকার আনে।

উপজেলা সদরের খেলার মাঠের দক্ষিণ পাশে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রয়াত মনোরঞ্জন সরকারের সমাধির পাশে রয়েছে শিউলি গাছ। সেই ফুল ঝরে পড়ে সড়কে। ভোরে ফুল কুড়াতে আসেন অনেকেই।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানী ড. আলমগীর কবির বলেন, শিউলি ফুল আমাদের এই উপমহাদেশের নিজস্ব উদ্ভিদ। এর অনেক গুণ রয়েছে। ফুলটি দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি মিষ্টি গন্ধ। এই ফুলের গাছেও রয়েছে ঔষধি গুণ।