• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

তিন কারণে শীতে ‘রুম হিটার’ ব্যবহার করা বিপজ্জনক

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০  

শীতে ঘর গরম রাখতে হিটারের বিকল্প হয়ত কিছু নেই! প্রচণ্ড ঠাণ্ডায় জুবুথুবু অবস্থা? ব্যাস, ঘরের হিটারটি ছেড়ে দিলেই মিলবে প্রশান্তি। শীত পালাবে ঘর থেকে। শীত তাড়ানোর সহজ উপায় রুম হিটার। তবে এটি ব্যবহারের কুফলও রয়েছে। যা হতে পারে বিপজ্জনক। 

সবাই কমবেশি জেনে থাকবেন, ঘরে হিটার ব্যবহার করলে শরীরের আর্দ্রতা কমে যায়। অর্থাৎ ত্বকে শুষ্ক হয়ে যায় আরো। এতে করে শীতে ত্বকে চামড়া ওঠা বা ফাটার সমস্যা দেখা দেয়। 

এছাড়াও যারা বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাদের শরীরের জন্যও খারাপ হতে পারে হিটার ব্যবহার। রুমে হিটার ব্যবহার করলে কার্বন মনোক্সাইডের মাত্রা বৃদ্ধি পেতে পারে। যা আমাদের শরীরের জন্য মারাত্মক। এবার জেনে নিন যে তিন কারণে রুমে হিটার ব্যবহার বন্ধ করা উচিত-

আর্দ্রতা কমায়

ত্বক যতটা আর্দ্র থাকবে ভেতর থেকে ততই ভালো আমাদের জন্য। ত্বক আর্দ্র রাখতেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার, লোশন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করে থাকি শীতকালে। অথচ যদি ঘরে হিটার ব্যবহার করা হয় তবে প্রসাধনী ব্যবহারেও কোনো লাভ হবে না। 

 

বিষাক্ত হতে পারে ঘর

বিষাক্ত হতে পারে ঘর

হিটার ব্যবহারের ফলে ঘরে আর্দ্রতার পরিমাণ কমে যায়। সেইসঙ্গে ত্বকও হারায় তার আর্দ্রতা। যা ত্বকের জন্য মারাত্মক হতে পারে। শুষ্ক বায়ু ত্বককে আরো শুষ্ক এবং রুক্ষ করে তোলে। বিশেষ করে সংবেদনশীল ত্বকে এর ফলে লালচেভাব এবং চুলকানি হতে পারে।

ঘরের বাতাস বিষাক্ত করে তুলে

ভালো ব্র্যান্ডের কিছু রুম হিটার রয়েছে যেগুলো কার্বন মনোক্সাইড থেকে মুক্তি দেয়। তবে নিম্নমানের হিটারগুলো এই নিশ্চয়তা দেয় না। আর এই মনো অক্সাইডের ফলে ঘরের বায়ু বিষাক্ত হয়ে ওঠে। আপনি যদি ঘরে হিটার ব্যবহার করে ঘুমান তাহলে তা স্বাস্থ্যের জন্য সত্যই বিপজ্জনক। এর ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা যেমন- হাঁপানি, অ্যালার্জিসহ গুরুতর রোগ হতে পারে।

তাপমাত্রা ওঠানামায় বিপদ বাড়বে

ধরুন, আপনি ঘরে হিটার চালিয়ে রাখলেন শুধু একটি ঘরেই। বাকি ঘরগুলো কিন্তু ঠাণ্ডা থাকবে স্বাভাবিকভাবেই। আপনি যখন নিজ ঘর থেকে অন্য ঘরে যাবেন তখন কিন্তু আপনি ঠাণ্ডা অনুভব করবেন। এভাবে ঘনঘন তাপমাত্রা ওঠানামা শরীরের জন্য ক্ষতিকর। এতে করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল হতে পারে। 

যদি আপনার হালকা শীতেও সর্দি-কাশি বা অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন বা যদি হিটার ব্যবহার করতেই হয় তবে ঘরে এক বাটি পানি রাখুন। এতে করে ঘর আর্দ্র থাকবে। এছাড়াও ঘরে তাপমাত্রা যেন ওঠানামা না করে এবং বায়ু চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখুন।