• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

চরফ্যাশনে সম্মিলিতভাবে জাতীয় শোক দিবস পালিত

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০  

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে চরফ্যাশন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যলী, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

শনিবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, সহকারী কমিশনার ভূমি শাহীন মাহমুদ, চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, উপজেলা যুবলীগের সভাপতি/সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি/ সম্পাদকসহ দলীয় নেতা-কর্মী এবং উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় প্রধান অতিথি জয়নাল আবেদিন আখন বলেন, ১৯৭৫ সালের ১৫ ই এই রাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসেরসহ তার পরিবারের ২৮ সদস্য জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে সকল শহীদকে বঙ্গবন্ধুকে দৈহিক ভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই তিনি চিরঞ্জীব বাংলাদেশ নামের রাষ্ট্র যতদিন থাকবে ততদিন তিনি অমর থাকবেন।

বিশেষ অতিথির বক্তৃতায় নুরুল ইসলাম ভিপি বলেন, আজ শোকাবহ ১৫ আগষ্ট। সেনাবাহিনীর কিছু বিপদগামী উশৃংখল সদস্যদের বুলেটে সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবন রক্তাক্ত হয়েছিল জাতির জনককে সপরিবারে নির্মম- নিষ্ঠুর ভাবে হত্যার ৪৫ বছর আজ। বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে ঠিকই কিন্তু ঘাতকরা বাঙালি জাতির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে বুঝতে পারে নাই। তিনি চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শের শাণিত বাংলার আকাশ-বাতাস, জল সমতল, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অভিনাশি চেতনা ও আদর্শ চিরকাল থাকরে। 
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার এবং স্থানীয় জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের জন্য বিশেষ দোয়-মুনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে জাতীয় শোক দিবসে ভোলার চরফ্যাশন মনপুরা উপজেলায় ৩০টি এতিমখানা ও হাফিজি মাদরাসায় খাবার বিতরণ, কোরআন খতম ও দোয়া মুনাজাতের আয়োজন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। 

এরপর চরফ্যাশন মনপুরা উপজেলায় ৩০টি এতিমখানা ও হাফিজি মাদরাসা ও দুস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।