• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

চরফ্যাশন ও মনপুরায় ১৫০ পরিবারকে পাকা ঘর দিলেন প্রধানমন্ত্রী

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

মুজিববর্ষে “আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার” প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘরে থাকব, আর আমাদের কষ্ট হবেনা এ শ্লোগান বাস্তবায়নের লক্ষে চরফ্যাশন উপজেলার ৪টি ইউনিয়নের হতদরিদ্র ভূমিহীন ৩০টি ও মনপুরা উপজেলা ৪টি ইউনিয়নে ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকা ঘরের চাবিও জমির দলিল হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন ও মনপুরা উপজেলা প্রশাসন সভাকক্ষে এই হস্তেন্তর সভা অনুষ্ঠিত হয়। মনপুরা ২শত পরিবারকে আধা-পাকা ঘর তৈরি  করে দেওয়ার হবে তার মধ্যে শনিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিনই ১২০জনকে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারী খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে। নির্মানাধীন ঘরগুলো চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ও মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা সরেজমিনে পরিদর্শন করে অবশেষে তাদের মাঝে বিতরণ করেন। ইতিপূর্ব থেকেই বরাদ্ধ প্রাপ্ত গৃহহীণ  ও ভূমিহীনদের তালিকা তৈরি করা হয়েছে। মাদ্রাজ ইউনিয়নের বেড়ি বাধের বরাদ্ধপ্রাপ্ত তালিকায় নাম উঠায় সুরমা বেগম বলেন (২৭),বৃদ্ধ মমতাজ বেগম বলেন,প্রায় সরাটি জীবন দুখে কষ্টে বেঁড়িঢালে কোন রকম ছাউনি দিয়ে বৃষ্টি ভিজে রোদে শুকিয়ে কটিয়ে দিলাম। কল্পনাহীন শেখ হাসিনার দেয়া পাকা ঘর পেয়ে যতদিন বাচি ততদিন নামাজ পড়ে তাঁর জন্য দোয়া করব।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রিপন বিশ্বাস বলেন, প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমি বরাদ্ধ দিয়ে ঘর তৈরি করে মজবুদ একক ঘর করে দেওয়া হয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তার মো.রুহুল আমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়ল শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী,নির্বাহী কর্মকর্তা সামিম মিঞা,সাংবাদিক আমির হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্র্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিন বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী(মুজিববর্ষ) উপলক্ষে তালিকায় থাকা এসব ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর করে দিচ্ছে সরকার।

তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব স্যার এই উপজেলা যে উন্নয়ন করেছেন তা অকল্পনিও। তার উন্নয়নের শ্রোতে আজ এই উপজেলা ৩০টি পরিবার প্রধানমন্ত্রীর দেয়ার ঘর পেয়ে উল্লাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই গৃহহীন পরিবারের সারাদেশের ঘরের উদ্বোধনের পর  পরই চরফ্যাশনের মাদ্রাজ, হাজারীগঞ্জ, চর মানিকা এবং জাহানপুরে নির্মিত এই ৩০ ঘর ও জমি বুঝিয়ে দেয়া হয়। উপজেলার  হাজারীগঞ্জের সুবিধাভোগী ফাতেমা বেগম বলেন,নিজের আশ্রয় না থাকায় জীবনের অনেকটা সময় ভাই ও বিভিন্ন বাড়ীতে আশ্রিত হিসেবে কেটে গেছে। প্রধানমন্ত্রী শেখ  হাসিনা আমাদের দিকে মুখ তুলে  চেয়েছেন। যতদিন বেঁচে আছি এই স্বপ্নের ঘরেই থেকে যাবো। তিনি আরো বলেন,আমাদের আশ্রয় দাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন।

মাদ্রাজের মমতাজ বলেন,অন্যের জায়গায় ঘর তুলে থেকেছি জীবনের বড় অংশ। কোনদিন নিজের ঘর হবে ভাবিনি। মানব দরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তা হইতেছে। আল্লাহ যেন তাকে ভালো রাখেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, আজ প্রধানমন্ত্রী এ সকল ঘরের উদ্বোধনের পর চরফ্যাশনের ৩০ টি গৃহহীন পরিবারের হাতে জমি ও ঘর তুলে দেয়া হয়েছে। ১লাখ ৭৫হাজার টাকা ব্যয়ে ঘরের সাথে ২শতক জমি দলিল ও নামজারি জমাখারিজ করার কাগজপত্রও বুঝিয়ে দেয়া হয়।