• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

কলেজ ছাত্রীকে ধর্ষণ করলো শিবির ক্যাডার ফয়সাল

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ মে ২০২০  

ফেনীতে আবারো বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ করার ঘটনা ঘটিয়েছে এক শিবির ক্যাডার। বিয়ের প্রলোভন দেখিয়ে সেই কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ইসলামী ছাত্রশিবির নেতা আজিজ আল ফয়সালকে আটক করে পুলিশ। পরে ৪ লাখ টাকায় পারিবারিক মীমাংসার নামে রফাদফা করার অভিযোগ করছে ভুক্তভোগী মেয়ের পরিবার। ঘটনাটি জানাজানি হলে নারী নেত্রীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে সূত্র নিশ্চিত করেছে।

শনিবার রাতে ফেনী মডেল থানায় সমঝোতার এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর পরিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছে। অভিযুক্ত ফয়সাল ফেনী শহরের ডাক্তারপাড়া হাজী ইমাম বক্স সড়ক এলাকার মনিরুল হকের ছেলে। শিবির নেতা আজিজ আল ফয়সালের বিরুদ্ধে জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত হয়ে নাশকতা কাজে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে ফেনী শহরের ডাক্তারপাড়া হাজী ইমাম বক্স সড়ক এলাকার মনিরুল হকের ছেলে শিবির নেতা আজিজ আল ফয়সালের সাথে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের বাসিন্দা ফেনী সরকারি কলেজের এক ছাত্রীর সাথে পরিচয় হয়। এরপর থেকে উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ে করার আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে নিয়ে বিভিন্নস্থানে নিয়ে ধর্ষণ করে ফয়সাল। এছাড়া প্রায় সময় বিভিন্ন অজুহাতে কলেজছাত্রী থেকে বিকাশের মাধ্যমে ফয়সাল টাকা নিতো। কিছুদিন আগে বিয়ে করে এই ছাত্রীকে ঘরে তুলে নিতে ফয়সালের উপর চাপ আসে। এতে নানা টালবাহানা শুরু করে। একপর্যায়ে বিয়ে থেকে রক্ষা পেতে কলেজ ছাত্রীর বিরুদ্ধে কল্পকাহিনী সাজিয়ে ৩ মে ফেনী মডেল থানায় অভিযোগ দেয় ফয়সাল।

জানা গেছে, গত ৮ মে শুক্রবার বিকালে ফেনী থানার এসআই বিকাশ চক্রবর্তী ওই কলেজছাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে মূল ঘটনা বেরিয়ে আসে। ওই ছাত্রী ফয়সালের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ দিয়ে পুলিশ কর্মকর্তাকে উভয়ের ঘনিষ্ঠ সম্পর্কের নানা ভিডিও, ছবি ও কল রেকর্ড দেখান। ফয়সালকে ওই দিন সন্ধ্যায় থানায় ডেকে এনে আটক করে পুলিশ। পরে সাংবাদিক নামধারী শিবির নেতাদের একটিচক্র ৪ লাখ টাকায় মীমাংসার নামে রফাদফা করলে ৯ মে শনিবার রাতে থানা থেকে মুক্তি পান শিবির নেতা ফয়সাল। ঘটনাটি জানাজানি হলে নারী নেত্রীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

রহিমা আক্তার নামে কলেজ ছাত্রীর এক আত্মীয় জানান, ফয়সালকে বিয়ের চাপ দিলে সে নিজেকে সময় মিডিয়া ও সময় পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে নানা হুমকি দিয়েছে বলে জানতে পারছি। বিয়ের প্রলোভনে ধর্ষণ করার সব প্রমাণ থাকার পরেও সমঝোতার কথা বলে গরিব পরিবারের এক মেয়েকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ফেনী পৌর আওয়ামী লীগের এক নেতা জানান, জামায়াত-শিবিরের নাশকতা কাজে জড়িত ছিল ফয়সাল। কিছু লোকের কারণে সে পুলিশের মামলা থেকে রক্ষা পায়। এখনো ফয়সালের ঘরে জামায়াত-শিবিরের গোপন বৈঠক হয় বলে এ নেতা জানিয়েছেন।

এ ব্যাপারে ফেনী মডেল থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা বিকাশ চক্রবর্তী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেমেয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। পরে উভয়ের পরিবার বসে সমঝোতা করেছে।