• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

কোন্দলের বলি নেতাদের ‘গুম’ দাবি করে গুজব ছড়াচ্ছে বিএনপি

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ মে ২০২০  

প্রতিহিংসা ও গুজবের পুরনো রাজনীতির ধারা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় পুরনো একটি ইস্যু ফের সামনে এনে সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে উসকে দেয়ার অপচেষ্টা করছে দলটি। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিএনপি সমর্থিত ফেসবুক পেজ ‘আন্দোলন টিভি’ও বিভিন্ন পেজে গুমের একটি ভিডিও দিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

এতে কিছু ব্যক্তির স্থিরচিত্র দিয়ে বলা হয়েছে, তাদের সাদা পোশাকের পুলিশ অপহরণ করে নিয়ে যাওয়ার পর আর খোঁজ মিলেনি। অথচ পুরো ঘটনাকে মিথ্যাচার বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম গবেষকরা।

ভিডিওতে দেখা গেছে, ইলিয়াস আলীকে ২০১২ সালে গুম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মূলত বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছেন তিনি। প্রতিবেদনে দেখা গেছে, ইলিয়াস আলী গ্রুপের সঙ্গে বিএনপি সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমানের গ্রুপের দ্বন্দ্ব বহু পুরনো। সেই দ্বন্দ্বের ফলাফল হচ্ছে- ইলিয়াস আলীকে নিখোঁজ করে দেয়া। এ ব্যাপারের সরকারের পক্ষ থেকেও তদন্ত চলছে। যদিও তাতে বিএনপির পক্ষ থেকে কোনও সহযোগিতা করা হচ্ছে না বলে জানা গেছে।

এছাড়া বিএনপির সাবেক এমপি সাইফুল ইসলাম হিরুর কথাও বলা হয়েছে ভিডিওতে। তিনি কুমিল্লা থেকে নির্বাচিত এমপি ছিলেন। তার গুমের ব্যাপারে কুমিল্লার সবাই জানে যে কীভাবে দলীয় প্রতিহিংসার শিকার হতে হয়েছে তাকে। বিএনপির কিছু সিদ্ধান্তের প্রতিবাদ করায় ২০১৩ সালে তাকে দলের অপর পক্ষ খুন করেছে বলে তদন্ত প্রতিবেদন ও স্থানীয়রা বলছেন। যদিও তার লাশ পাওয়া যায়নি।

ভিডিওতে অত্যন্ত হাস্যকরভাবে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোবাশ্বের হাসানকে গুমের কথা বলা হয়েছে। অথচ তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং নিয়মিত ক্লাস নিচ্ছেন। মাঝে কিছুদিন মোবাশ্বের হাসানের খোঁজ না থাকলেও তিনি ফিরে এসে এ ব্যাপারে কিছু বলেননি। ধারণা করা হয়, পরিবারের ওপর রাগ করে তিনি কিছুদিন দূরে কোথাও থেকে এসেছেন।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকার বেশ কয়েকজন ছাত্রদল নেতার ছবি দিয়ে ভিডিওতে বলা হয়েছে, সরকারি বাহিনী তাদের গুম করেছে! কিন্তু বাস্তবে দেখা গেছে, তারা বিএনপি শাসনামলে বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। পরেও সরকারবিরোধী আন্দোলনের নামে সারাদেশে সহিংসতা সৃষ্টিতে জড়িত ছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই আইনের হাত থেকে বাঁচতে সমুদ্র পথে মালয়েশিয়া ও লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে অবৈধ পথে যাত্রা করেন। বেশিরভাগ বিএনপি নেতাই বঙ্গোপসাগর ও ভূমধ্যসাগরে ট্রলার ডুবিতে মারা যান। এই খবর তখন লিবিয়া ও ইতালির সব গণমাধ্যমেই এসেছে।

এর বাইরে দুই জামায়াত নেতার ছেলেকেও গুম হিসেবে দাবি করা হয়েছে। অথচ তারা দুইজনই বর্তমানে লন্ডনে বসবাস করছেন। এমনকি নিয়মিত বিএনপির লন্ডন অফিসেও তাদের যাতায়াত রয়েছে বলে জানা গেছে।

এভাবে মিথ্যাচার ছাড়ানোর ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘এটা বিএনপির পুরনো অভ্যাস। এই রাজনীতি থেকে তারা আর বের হয়ে আসতে পারবে বলে মনে হয় না।’ তবে এ ধরনের গুজবে কান না দিতে দেশবাসীকেও সতর্ক করেছেন তারা।