• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

ফরেন উইংয়ের কার্যক্রমে হতাশ বিএনপি

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০  

আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে বিএনপিতে ২১ সদস্যের যে আন্তর্জাতিক বিষয়ক (ফরেন উইং) উপ-কমিটি গঠন করা হয়েছিল, তাদের কার্যক্রমে হতাশ হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। তাদের ধারণা, এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে কোনো বন্ধুরাষ্ট্র তৈরি করতে পারেনি বিএনপি। যুদ্ধাপরাধীদের তকমা গায়ে থাকায় গত জাতীয় নির্বাচনেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পায়নি দলটি। এছাড়া সবশেষ চীন ও ভারত ইস্যুতে বিএনপির অবস্থান কী? তাও জানেন না কেউ।

দলীয় সূত্রে জানা গেছে, গত নির্বাচনের আগে ও পরে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অভিযোগ করলেও তাতে হালে পানি পায়নি দলটি। উল্টো সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত রয়েছে। এছাড়া দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য আন্তর্জাতিকভাবে সরকারের উপর চাপ প্রয়োগেও ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটির এ উইংয়ের সদস্যরা।

সূত্রটি আরো জানায়, উপ-কমিটি গঠনের পর থেকে নিজেদের মধ্যে অনলাইনে কিছুটা সক্রিয় থাকলেও এখন পর্যন্ত তেমন কোনো বিশেষ কার্যক্রমই দেখাতে পারেনি দায়িত্বপ্রাপ্তরা।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র দায়িত্বশীল এক নেতা বলেন, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির কাজ হলো বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং তা বজায় রাখা। কিন্তু বিএনপির অধিকাংশ দায়িত্বপ্রাপ্তরা এ বিষয়ে কোনো ভূমিকা রাখতে পারেননি। আন্তর্জাতিক অঙ্গনে মাঝেমধ্যে তারা সরকারের বিভিন্ন বিষয়ে নালিশ করলেও তাতে কোনো লাভ হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ড. আসাদুজ্জামান রিপন বলেন, এখন করোনার সময়। কোথাও কোনো রাজনীতি নেই। আমরা এ বিষয় নিয়ে মাঝেমধ্যে অনলাইনে মিটিং করি। যতদূর সম্ভব হচ্ছে তা করার চেষ্টা করছি।

দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন করানোর সময়, রাজনীতির সময় নয়। কিভাবে এই পরিস্থিতি থেকে দেশের মানুষ পরিত্রাণ পাবে সে বিষয় নিয়ে এখন ভাবার সময়।

প্রসঙ্গত, গত বছরের ১৫ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিষয়ক কমিটি পুনর্গঠন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ২১ সদস্যের এ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। 

গত ১৭ জানুয়ারি তারেক রহমানের নির্দেশে আগের কমিটি ভেঙে দেয়া হয়। পুনর্গঠিত এ কমিটিতে নতুন কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরইমধ্যে কমিটির নির্বাচিত সদস্যদের চিঠি দিয়ে তা জানানো হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল ও জেবা খান প্রমুখ।