• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

তৃণমূলের ন্যায় কোন্দলে লিপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতারা

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১  

দেশজুড়ে বিএনপির জেলা-উপজেলার কমিটিগুলোতে অর্থের বিনিময়ে পদ দেয়ার অঘোষিত নিয়ম চালুর পর বেড়েছে কোন্দল। ত্যাগী নেতাদের অবমূল্যায়ন এবং বিত্তশালীদের অগ্রাধিকার খেপিয়ে তুলেছে তৃণমূলের নেতাকর্মীদের। এবার একই দশা চলছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সারাদেশে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। সেই ঘোষণার পর দুই বছর পার হলেও পুনর্গঠন প্রক্রিয়ার সিকিভাগও শেষ হয়নি। কোন্দল আগের মতোই রয়েছে। বরং কোনো কোনো ক্ষেত্রে তৃণমূল বিএনপিতে বিভক্তি আরো বেড়েছে। আর বিভক্তির পেছনে কলকাঠি নাড়ছেন কেন্দ্রীয় নেতারা। তৃণমূলের নিয়ন্ত্রণ নেয়াসহ নানা কারণে কেন্দ্রীয় নেতাদের মধ্যেও কোন্দল ব্যাপক হারে বাড়ছে।

দলীয় সূত্র আরো জানায়, জাতীয় সংসদের বিভিন্ন আসনের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনেও কোন্দলের ছাপ পড়ে। ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের পাশে দলের তেমন কাউকে দেখা যায়নি। ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনেও বিএনপির ভঙ্গুর দশা দৃশ্যমান হয়েছে দেশবাসীর সামনে। বিক্ষুব্ধদের লাগাতার কর্মসূচিতে কোণঠাসা হয়ে পড়েন দলের মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর।

সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ের কমিটিগুলোর মতোই দলের কেন্দ্রীয় নেতাদের দ্বিমুখী অবস্থান বিএনপির রাজনৈতিক ভবিষ্যতকে ভাবিয়ে তুলেছে।

এখন পর্যন্ত কোনো জেলার পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। যেসব জেলায় দীর্ঘদিন ধরে কোন্দল চলছে, সেসব এলাকায় কমিটি গঠনের কার্যক্রমই শুরু করতে পারেনি দলের হাইকমান্ড।

জেলা কমিটির পাশাপাশি অনেক উপজেলা কমিটিও নেতৃত্ব শূন্য। সেসব উপজেলায় দীর্ঘ দিন কমিটি নেই। এসব কারণে একদিকে যেমন তৃণমূল বিএনপি দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে বিএনপির তৃণমূলের ন্যায় কেন্দ্রীয় নেতাদের কোন্দলও দিন দিন বাড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি কখনোই তৃণমূল নেতাদের ত্যাগ মূল্যায়ন করেনি। সুবিধাবাদী ও বিত্তশালীদের ওপর নির্ভর করে রাজনীতি করায় বিএনপি থেকে ছিটকে যাচ্ছে ত্যাগী নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রের অনেক নেতা তৃণমূলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। আসলে কেন্দ্রীয় নেতারা সুবিধা পেলে তৃণমূলকে অবমূল্যায়ন করবেন, এটাই স্বাভাবিক। এখন কেন্দ্রীয় পদ ভাগাভাগিসহ তৃণমূল থেকে টাকা হাতিয়ে নেয়ার জন্য বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে কোন্দল বাড়ছে।