• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

‘বিগ ব্যাং থেকে মহাবিশ্ব’ শীর্ষক পাবলিক লেকচার আয়োজিত

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯  

মহাকাশ ও জ্যোতির্বিদ্যা নিয়ে মানুষের আগ্রহ সেই প্রাচীনকাল থেকেই। এই একবিংশ শতাব্দীতে এসেও তাতে ভাটা পড়েনি, বরং দিন দিন তা বেড়েই চলেছে। তারই চাক্ষুষ প্রমাণ মিলল মঙ্গলবার বিকেলে, রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলোর সেমিনার কক্ষে।

দুপুর গড়াতে না গড়াতেই একদল উৎসাহী মানুষের ভিড়ে লোকারণ্য সেমিনার কক্ষ। সব বয়সী মানুষ শামিল হয়েছিলেন এই ভিড়ে। আসলে তাঁরা বিজ্ঞানপ্রেমী। এসেছেন ‌বিজ্ঞানচিন্তার উদ্যোগে আয়োজিত ‘বিগ ব্যাং থেকে মহাবিশ্ব’ শীর্ষক পাবলিক লেকচার উপভোগ করতে।

বেলা তিনটায় শুরু হওয়া এই লেকচারে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিভারসাইড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও জ্যোতিঃপদার্থবিদ্যার অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য। তিনি দেড় ঘণ্টাব্যাপী মহাবিশ্বের জন্ম (বিগ ব্যাং), প্রসারণ, ডার্ক ম্যাটার, কৃষ্ণগহ্বর, মহাবিশ্বের ভবিষ্যৎ ইত্যাদি বিষয়ে সাবলীল বক্তব্য দেন। তিনি বলেন, ‌‘জনপ্রিয় বিগ ব্যাং তত্ত্ব শতভাগ প্রতিষ্ঠিত না হলেও এ বিষয়ে বিজ্ঞানীরা এখন অনেকটাই নিশ্চিত। মহাবিশ্বের জন্মপ্রক্রিয়া নিয়ে নতুন অনেক তত্ত্বের জন্ম হচ্ছে ঠিকই, কিন্তু সেসবের বেশির ভাগই বিগ ব্যাং তত্ত্বকে সমর্থন করে।’

মহাকর্ষ তরঙ্গ সম্পর্কে অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য বলেন, ‘সম্প্রতি জ্যোতির্বিদরা শত বছর আগে আইনস্টাইনের ভবিষ্যদ্বাণী করা এই তরঙ্গ করতে সক্ষম হয়েছেন। এর ফলে নতুন যুগে পদার্পণ করেছে আধুনিক জ্যোতিঃপদার্থবিদ্যা। ভবিষ্যতে মহাবিশ্বকে আরও ভালোভাবে বুঝতে, এর সৃষ্টি রহস্য উন্মোচন করতে এই তরঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ লেকচারের শেষ পর্যায়ে উপস্থিত পাঠকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন ড. দীপেন ভট্টাচার্য।

পাবলিক লেকচারটি শুরু হয় বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুমের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এই বিজ্ঞানেও এ দেশের ছেলেমেয়েদের উন্নতি করতে হবে। বিজ্ঞানচিন্তা বিষয়টি মাথায় রেখেই এ ধরনের পাবলিক লেকচারের আয়োজন করছে নিয়মিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক জ্যেষ্ঠ বিজ্ঞানী অধ্যাপক ড. রেজাউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন। তাঁরা পাবলিক লেকচারটির আয়োজনের জন্য বিজ্ঞানচিন্তাকে ধন্যবাদ জানান। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার মাধ্যমে বিজ্ঞানচিন্তা এ দেশের বিজ্ঞানমনস্ক একটা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানভিন জাকিয়া।