• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

কুয়াকাটায় বছরের প্রথম সূর্যোদয় দেখল হাজারো পর্যটক

আলোকিত ভোলা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

 


২০২০ সালে পূর্ব আকাশে প্রথম সূর্যোদয় দেখতে দেশি-বিদেশি হাজারো পর্যটক কুয়াকাটার সৈকতে জড়ো হয়েছিলেন। মৃদু বাতাসে নারিকেলকুঞ্জ ও ঝাউ বাগান, সাথে সাগরের ঢেউ যেন অপরূপ দৃশ্য। গোটা সৈকতে ছোট ছোট ঝিনুক যেন কার্পেটের মতো বিছিয়ে। সাগরে ভেসে বেড়াচ্ছে পর্যটকবাহী ট্রলার, লঞ্চ ও ডিঙি নৌকা। প্রকৃতিও আজ হাসছে পর্যটদের সাথে। 

কনকনে শীত উপেক্ষা করে স্কুল কলেজের শিক্ষার্থী ও আগত পর্যটকসহ অনেকেই সৈকতের বালুকা বেলায় সেই স্মৃতিটুকু ধরে রেখেছেন। থার্টি ফাস্ট নাইট উপলক্ষে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটার গোটা সৈকত জুড়ে যেন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

ঘুরে দেখা গেছে, দেশে বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা সাগরে ঢেউয়ের সঙ্গে গা ভাসিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন। সমুদ্র স্নানের পাশাপাশি সৈকতের বালুতে পা ডুবিয়ে অন্যরকম আনন্দ-অনুভূতিতে আত্মহারা কেউ কেউ। কেউবা আবার হাতে থাকা স্মার্টফোনে সেলফি তুলে সাথে সাথে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হোটেল-মোটেলের সুবিধা ভাল থাকায় এবছর হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীর সমাগম হয়েছে কুয়াকাটায়।
এসব পর্যটকদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নজরদারিও ছিল চোখে পড়ার মেতো। সৈকতে দাঁড়িয়ে কথা হয় পর্যটক মো. শাহিন আলম সাথে। তিনি জানান, এই প্রথম কুয়াকাটায় আসা। প্রকৃতিকে একটু কাছে থেকে দেখার সুযোগ কমই হয়। এখানকার সবকিছুই সুন্দর। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্তের মতো অপরূপ দৃশ্যও দেখেছি। আর বেশকিছু স্মৃতি মোবাইল ধারণ করে রেখেছি। তবে রাতে কুয়াকাটার সৈকত ছিলো অন্ধকারাচ্ছন্ন। আলোর ব্যবস্থা থাকলে ভালো হতো বলে তিনি জানিয়েছে।

একাধিক আবাসিক হোটেল মালিক ও স্থানীয়দের সাথে আলাপ করলে তারা জানান, থার্টি ফাস্ট নাইট উপলক্ষে এখানকার হোটেল মোটেল আগে ভাগেই বুকিং ছিলো। কুয়াকাটা সমুদ্র বাড়ি রিসোর্ট’র পরিচালক জহিরুল ইসলাম মিরন বলেন, প্রতিবছরের মত এবারও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে ব্যাপক পর্যটক এসেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা রুম বুকিং এর জন্য এখনো যোগাযোগ করছে। কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের সিনিয়র এএসপি মো. জহিরুল ইসলাম জানান, পর্যটদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে মহিপুর থানা পুলিশ, নৌ-পুলিশসহ আমাদের টুরিস্ট পুলিশ মোতায়ন ছিল।