• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ভোলায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

আলোকিত ভোলা

প্রকাশিত: ৮ মে ২০২১  

ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর কালি গ্রামে গরীব ও অসহায় কৃষক মোঃ আবুল কাসেমের ৫০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলো ওই ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রোজা রেখে আজ শুক্রবার (৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ভেদুরিয়া ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী মোঃ তপু রায়হানের নেতৃত্বে ওই ইউনিয়নের প্রায় ১০/১২ জন ছাত্রলীগ নেতা-কর্মী কৃষক আবুল কাসেমের ক্ষেতের ধান কেটে, মাড়াই করে ঘরে তুলে দেয়।

কৃষক মোঃ আবুল কাশেম জানান, অনেক কষ্ট করে বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋন নিয়ে ৫০ শতাংশ জমিতে ইরি ধানের চাষ করি। ক্ষেতের ধান কয়েকদিন আগেই পেঁকে গেছে। কিন্তু টাকার অভাবে ক্ষেতের ধান কাটে মড়াই করে ঘরে তুলতে পারছিলাম না। ভেবেছিলাম এ ধান আর ঘরে তুলতে পারবো না। আর ঋনের টাকাও পরিশোধ করতো পারবো না। হয়তো অসহায় হয়ে পালিয়ে থাকতে হবে। কিন্তু আমাদের ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার কষ্টের কথা শুনে এগিয়ে আসে।

তিনি আরো জানান, তারা রোদের মধ্যে অনেক কষ্ট করে ক্ষেতের ধান কেটে মাড়াই করে আমার ঘরে তুলে দিয়েছি। তাদের কারণে বিনা পয়সায় ধান আমার ঘরে এসেছে। আমি তাদের জন্য অনেক দোয়া করছি।

ভেদুরিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী মোঃ তপু রায়হান  জানান, গতকাল বৃহস্পতিবার (৬ মে) রাতে আবুল কালাম নামে কৃষকের দুঃখের কথা শুনেছি। তারপর আমি আমাদের ইউনিয়নের ছাত্র-ছাত্রী কয়েকজন নেতা-কর্মীদের জানালে তারা আমার সাথে একমত হয়। পরে আমরা আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই কৃষকের ৫০ শতাংশ জমির ধান কাটি এবং ধান মাড়াই করার মেশিং ভাড়া করে এনে মাড়াই করে তার ঘরে তুলে দিয়েছি।

তিনি আরো জানান, যে কোন ভালো কাজের সাথে আমরা ছাত্রলীগ রয়েছি এবং থাকবো। মানুষের উপকারে আমরা সব সময় নিয়োজিত রয়েছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ওই ইউনিয়নের ছাত্র লীগ কর্মী মোঃ মোঃ রাকিব, মোঃ শাকিল, মোঃ তপু, মোঃ অনিক, মোঃ আকতার, মোঃ আল-আমিন, মোঃ ইসমাইল হোসেন তপু, মোঃ হাসনাই, আশিকসহ প্রমূখরা।