• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

পুরো বাংলাদেশ পূজার আনন্দে বিভোর: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, এটা হবে। সবাই মিলে বাংলাদেশ হবে। আজ সারা বাংলাদেশে আমরা এই দৃশ্যটি দেখছি। পুরো বাংলাদেশে আজ সবাই পূজার আনন্দে বিভোর। এখানে কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান তার প্রশ্ন আসে না। প্রশ্ন আসে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবাই তার সঙ্গে ভাগিদার হচ্ছি।

সোমবার (৩ অক্টোবর) কাওরান বাজারে এটিএন নিউজ কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে অস্থায়ী মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মিডিয়া পল্লিতেও পূজা হচ্ছে। মুন্নী সাহার নেতৃত্বে সবাই এক সঙ্গে পূজার ব্যবস্থা করেন। অনেকেই এ বছর সন্দেহ করেছিল, গত বছরের কুমিল্লায় যে ঘটনা ঘটেছিলো... এগুলো আমি মনে করি আকষ্মিক অরাজকতা সৃষ্টি করার জন্য ঘটনাটি ঘটিয়েছিল।  আমরা যখন ক্ষমতায় আসি, সারা বাংলাদেশে ১৫ হাজারের মতো পূজামণ্ডপ হতো।  আজ ৩২ হাজার ২০০টিরও বেশি পূজামণ্ডপ হয়েছে। প্রতি বছর সংখ্যা বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেন ধর্ম যার যার উৎসব সবার। এটা বিশ্বাস করি বলেই আজ একত্রিত হয়েছি আমরা। একটা দুর্বার অগ্রগতি আপনার দেখছেন।   

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সবাই মিলে পরিবার সবাই মিলে দেশ। সবাই মিলে বাংলাদেশ। সব মানুষ মিলে আমরা গোটা এক পরিবার। বাংলাদেশে বিভেদ বলে কিছুই নেই, থাকবেও না। অতীতে আমরা একত্রে যেভাবে বসবাস করেছি, হাজার বছর এভাবেই বসবাস করবো।

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, ছোট বেলায় আমরা দিনাজপুরে থাকতাম, আমার বাসার চারপাশে ছিল হিন্দু পরিবার। মাঝখানে আমরা একটা মুসলমান পরিবার ছিলাম। ছোট বেলায় দেখতাম, পূজা হচ্ছে, উৎসব হচ্ছে। আমরা সবাই যেতাম। মনে করতাম আমাদেরই একটা উৎসব হচ্ছে। সে রকম হিন্দু পরিবাররাও আসতো ঈদের সময়। সে সময় কোনোদিন দেখিনি, এ রকম পুলিশ ঘেরাও করে পূজা হতে, পুলিশ দিয়ে পূজামণ্ডপ রক্ষা করতে।আমি মনে করি এটার বড় একটি কারণ ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি সোশাল মিডিয়াকেই দায়ী করবো।  আমাদের সময় ছোট বেলার সময় সোশাল মিডিয়াও ছিল না। এ রকম গ্যাঞ্জামও হতো না। কোনোদিন দেখিনি পূজার ঠাকুর ভাঙতে। বরং হিন্দুদের পূজায় আমাদেরও উৎসব লেগে যেতো।

অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশন বরখাস্ত মেয়র ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃত মো. জাহাঙ্গীর আলম, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।