• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

অভিনব কায়দায় এটিএম বুথ থেকে টাকা চুরি, আটক ২

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৪ জুন ২০২০  

নির্দিষ্ট দুটি মডেলের এটিএম বুথ টার্গেট করে এই চক্রটি ঘুরে বেড়ায়। তারপর সংগ্রহ করে টার্গেটকৃত এটিএম বুথের চাবি। চাবি নাগালে আসার পর টার্গেটকৃত বুথে ব্যবহৃত ম্যালওয়ার সফটওয়ার নেয় একটি পেনড্রাইভে। সঙ্গে মিনি কী বোর্ড। ব্যাস, হয়ে গেল এটিএম বুথ থেকে টাকা চুরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। তারপর দেশের নানা জেলায় ঘুরে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে চক্রটি।

এমন এক চক্রের দুজন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশ। ধৃত মোহাম্মদ শরীফুল ইসলাম (৩৪) মেহেরপুর জেলার গাংনি থানার গজারিয়া ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের মৃত ইয়াছ উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার ক্যান্টমেন্ট থানা এলাকায় বাস করেন। অপরজন মহিউদ্দিন মনির (৩০) চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া এলাকার মৃত হাজী আহম্মদ হোসেনের ছেলে। বাস করেন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায়। তাদের কাছ থেকে পেনড্রাইভ, মিনি কী বোর্ড, ম্যাগনেটিক স্ট্রিপ সংযুক্ত তিনটি এটিম ক্লোন কার্ড, ছুরি-দেশীয় অস্ত্রসহ ১৪ ধরনের জিনিস জব্দ করা হয়েছে।

এই বিষয়ে বুধবার মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক জানান, মঙ্গলবার আগ্রাবাদ মিডল্যান্ড ব্যাংকের সামনে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তারা দেশের বিভিন্ন স্থানে এটিএম বুথ থেকে টাকা চুরির তথ্য স্বীকার করেছে। ইতোপূর্বেও তারা গ্রেপ্তার হয়েছিল। তবে জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই কাজে ফিরে গেছে তারা।

একই বিষয়ে পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বলেন, শরীফুল ইসলাম প্রথম দিকে ক্রেডিট কার্ড জালিয়াতি করতেন। পরে এটিএম কার্ড জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি এটিএম বুথ বিশেষ কৌশলে নিজের নিয়ন্ত্রণে নিয়ে টাকা চুরি করেন।

পুলিশ কর্মকর্তারা জানান, শরীফুলকে ২০১৩ সালে গ্রেপ্তার করেছিল সিআইডি। ২০১৮ সালে আরেক দফা গ্রেপ্তার হয়। জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় পূর্বের পেশায় ফিরে যায়। এরই মধ্যে ২০১৯ সালে নারায়ণগঞ্জের চাষাড়া বঙ্গবন্ধু রোডের পূর্বালী ব্যাংকের এটিএম বুথ থেকে পরীক্ষামূলকভাবে ১০ হাজার টাকা চুরি করে নিজের কাজের যোগ্যতা যাচাই করে দেখেন। এরপর ১৬ নভেম্বর কুমিল্লা কান্দিরপাড়া পূর্বালী ব্যাংকের এটিএম বুথ থেকে তিন লাখ ৩০ হাজার টাকা, ১৭ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর চকবাজার পূর্বালী ব্যাংকের বুথ থেকে তিন লাখ ৩০ হাজার টাকা, ডবলমুরিং চৌমুহনী ফারুক চেম্বারের নিচে পূর্বালী ব্যাংকের বুথ থেকে তিন লাখ ১০ হাজার টাকা চুরি করে নেন।

সর্বশেষ মঙ্গলবার কোতোয়ালী থানার জিপিও অফিসের সামনের সাউথইস্ট ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির চেষ্টা করেও সফল হয়নি। এরপর বিকালে পাঁচটায় আগ্রাবাদ মিডল্যান্ড ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির চেষ্টার সময় গ্রেপ্তার হয় তারা দুজন। তাদের মধ্যে মহিদ্দিন মনির মূলত শরীফুলের অনুসারী। মনির এটিএম কার্ড ক্লোন কিভাবে করে সেই বিষয়ে শরীফুলের কাছ থেকে শিক্ষা নিয়ে জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়ে।

এই বিষয়ে মামলা দায়ের করার পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত) জহির হোসেন।