• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সেই মিলন নেছা মাঝি পেল সরকারি পাকা ঘর

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১  

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদীর খেয়াঘাটের নারী মাঝি ধীপুর গ্রামের মৃত কালু ব্যাপারীর বড় মেয়ে মিলন নেছা (৫২) পেল সরকারি সেমি পাকা ঘর। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মিলন নেছার নিজ বাড়িতে ঘরটির কাজের উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান। জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন, ভূমিহীন মানুষের ভিতরে ঘর ও জমি প্রদানের কার্যক্রম নিয়েছেন। তারই অংশ হিসেবে আজকে আমরা শরীয়তপুরের নারী খেয়া ঘাটের মাঝি মিলন নেছাকে একটি ঘর দেয়েছি।

এর আগে তাকে নিয়ে মিডিয়ায় রিপোর্ট দেখিছি। প্রধানমন্ত্রী কার্যালয় বিষয়টি দেখে, পরে আমাদের নির্দেশনা দেন। শরীয়তপুর জেলায় আমরা যারা বিসিএস ক্যাডার আছি সকলের উদ্যোগে, বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে মিলন নেছাকে একটি ঘর উপহার দিতে আমরা এখানে এসেছি। ঘরের কার্যক্রম আজ শুরু করে দিয়ে গেলাম।

এ সময় গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল খায়ের শেখ, গোসাইরহাট পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবর প্রমূখ উপস্থিত ছিলেন।

কাউন্সিলর আলী আকবর বলেন, মিলন নেছা নদীতে নৌকা চালিয়ে মানুষ পারাপার করতো। তাকে নিয়ে সংবাদ প্রকাশ করার পর, প্রধানমন্ত্রী কার্যালয় ও জেলা প্রশাসক স্যারের নজরে আসে।

এর আগে ভিডিওসহ নিউজ প্রকাশিত হয় বিভিন্ন মিডিয়ায়। নিউজটি মাননীয় প্রধানমন্ত্রী ও শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসানের নজরে আসে। তাই দ্রুত সরকারি ঘরটি পেল মিলন নেছা।

জানা যায়, দীর্ঘ ৩০ বছর যাবত জয়ন্তী নদীতে নৌকা পারাপার করেন মিলন নেছা। ছোট-বড় সবাই তাকে খালা বলে ডাকেন। একজন নদী পার হলে পাঁচ টাকা করে পান তিনি। ভাসমান নৌকায় বসে রান্না করেন মিলন। কষ্টের জীবন হলেও মুখে যেন হাসি তার। জয়ন্তী নদীর খেয়াঘাটে তার বাবা কালু ব্যাপারী মাঝির কাজ করেতেন। মিলনের যখন ২২ বছর, তখন তার বাবা মারা যান। তারা তিন বোন, তিন ভাই। বাবার পথ অনুসরণ করে

ওই বয়সেই সংসারের হাল ধরতে মাঝির কাজ শুরু করেন মিলন। প্রতিদিন ২০০-৩০০ টাকা আয় করেন। তাছাড়া দুই পারের কিছু মানুষ বছরে যা ফসল পায় তার একটি অংশ দিয়ে সহযোগিতা করেন মিলনকে। তাদিয়ে কোনোভাবে জীবন আর জীবিকা চালিয়ে অভাব-অনটনে দিন কাটছে মিলন নেছার। নৌকাতেই রান্না-খাওয়া, নৌকাতেই বসবাস তার। নৌকা পরাপার করে কিছু টাকা সঞ্চয় করেছে। জীবনের শেষ এ সঞ্চয় দিয়ে ছয় শতক জমি কিনেছে। কিন্তু ঘর তুলতে পারিনি। তার স্বামী রহম আলী সরদার ১৫ বছর আগে তাকে ও দুই ছেলেকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যায়। বড় ছেলে আব্দুল খালেক (২৬) বিয়ে করে আলাদা থাকে। আর নদীর পাড়ে ছাউনি নৌকায় ছোট ছেলে আব্দুল মালেককে (২২) নিয়ে থাকেন তিনি।

ঘর পেয়ে আনন্দে আত্মহারা মিলন নেছা বলেন, আগে নৌকায় মানুষ পারাপার করতাম, নৌকাতেই থাকতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দিছে। সন্তানদের নিয়ে ঘরে থাকবো। আমি খুবই খুশি।