• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিদেশে রপ্তানীর পথে বাংলাদেশী বাহারি কবুতর

আলোকিত ভোলা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০  

শান্তির প্রতীক কবুতর। মধ্যপ্রাচ্যের তিন দেশে এখন কবুতর রপ্তানি শুরু হয়েছে। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো জর্ডানে কবুতর রপ্তানি হয়েছে। পাশাপাশি আরও দুই দেশ আরব আমিরাত ও বাহরাইনে কবুতর রপ্তানির প্রক্রিয়া চলছে। ওই দুই দেশের জন্য আড়াই হাজার কবুতর রপ্তানির অর্ডার পাওয়া গেছে।

আসছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ওই দুদেশে কবুতর পাঠানো হবে। ইতিমধ্যে এ ব্যবসার সঙ্গে জড়িত হয়ে কয়েকজন যুবক লাখপতি বনে গেছেন। তারা বলেছেন, অল্প পুঁজিতে তারা এ আয় করেছেন। দেশে প্রায় ২০ প্রজাতির নানা রঙের কবুতর আছে। এসব প্রজাতির মধ্যে গিরিবাজ, বোখারা ট্রামপিটার, জেকোবিন, লাহোর, কিং, ফ্রিলব্যাক, ওরিয়েন্টাল ফ্রিল, ফ্যানটেইল, আমেরিকান হেলমেট, আমেরিকান কমোরনান, মোক্ষী, হানগেরিয়ান হাউজ পিজিওন, ইংলিশ ট্রামপিটার, আমেরিকান সেইন্ট, স্যাক্রন সোয়ালো, শর্ট ফেস টাঙ্গলার, ওল্ড ডাচ টাম্বলার, পমেরানিয়ান পোউটার উল্লেখযোগ্য।

দিন দিন দেশে  শৌখিন কবুতরপ্রেমীর সংখ্যা বাড়ছে। রাজধানীসহ সারা দেশে কয়েকটি বড় বড় গ্রুপ গড়ে উঠেছে। যার  বেশির ভাগ যুবক ও তরুণ। তারা কবুতর পালন করেন। অন্য সব পোষা পাখির চেয়ে কবুতরের বাণিজ্যিক সম্ভাবনা বেশি। দেশ ও দেশের বাইরে কবুতরের বড় বাজার রয়েছে। খোদ রাজধানীতে রয়েছে তিনটি বড় বাজার। একটি মিরপুর ১নং সেকশন, দ্বিতীয়টি কুড়িল এবং তৃতীয়টি কারওয়ানবাজারে।

কবুতর ক্রয় ও বিক্রয়ের সঙ্গে জড়িতরা বলছেন,  মোগল আমলের রাজা-বাদশাহদের পত্র-পত্রাদি আদান-প্রদানে কবুতর ব্যবহার হতো। কবুতরের পায়ে পত্র বেঁধে ছেড়ে দেওয়া হতো। ঠিক জায়গামতো কবুতর বার্তা পৌঁছে দিত। আবার কবুতরে মাংশ সুস্বাদু খাবার। রোগীর পথ্য হিসেবে কবুতরের  মাংশের জুড়ি নেই। 

 

কিছুদিন আগে ৮০০ খামারি রাজধানীতে কবুতর প্রদর্শনীতে অংশ নেন। দেশের বিভিন্ন স্থান থেকে তারা আসেন। একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে ধরনের নিয়ম-কানুন মানা হয়, এই প্রতিযোগিতায় তার সবটাই করা হয়। মাহমুদুল হাসান নামের এক কবুতর খামারি বলেন, জর্ডানে কবুতর রপ্তানি করেন খুলনার খামারি এস আর কে শাওন। তিনি বলেন, এমন একদিন আসবে, যেদিন বাংলাদেশেও নিল ক্লিন্ট, রবেটসন, মুলার, সিনমরো, জুলিও, পাভেলের মতো বিশ্বখ্যাত প্রজাতির কবুতর প্রজনন করা যাবে-এমন স্বপ্নই আমরা দেখছি। দুটি কবুতর ফার্মের মালিক সামশেদ আলম জানান, বাংলাদেশে অনেক কবুতর খামারি আছেন। যারা নির্দিষ্ট প্রজাতির কবুতরের প্রজনন নিয়ে কাজ করছেন। তাদের কবুতরও রপ্তানি হচ্ছে। সবার সহযোগিতা পেলে কবুতর পালনে বাংলাদেশ একদিন বিশ্বসেরা হবে। বিশ্ববাজারে বাংলাদেশের কবুতর সুনাম কুড়াবে।