• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

চরফ্যাশন ও মনপুরায় ইমাম-মুয়াজ্জিনদের অনুদান দিলেন এমপি জ্যাকব

আলোকিত ভোলা

প্রকাশিত: ৬ মে ২০২০  


চরফ্যাশন ও মনপুরার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১৪ লাখ ২১ হাজার টাকা অনুদান দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
 বুধবার দুপুর সাড়ে ১২ টায় তিনি জাতীয় ইমাম সমিতির আওতাভূক্ত চরফ্যাশন উপজেলার ১২শ’ ৪৫টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে ১২ লাখ ৪৫ হাজার টাকা ও মনপুরা উপজেলার ১ শ’ ৭৬টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে ১ লাখ ৭৬ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন।
ইমাম-মুয়াজ্জিনদের মাঝে এমপি জ্যাকবের ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদানের সময় চরফ্যাশন উপজেলা ওলামা লীগের সভাপতি অধ্যক্ষ মাওঃ মোঃ মুঈনুদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ ছিদ্দিক, পৌর ওলামা লীগের সভাপতি অধ্যক্ষ মাওঃ মোঃ আঃ খালেক, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আশ্রাফ আলী, চরফ্যাশন উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ আবু নাছের, সাধারণ সম্পাদক মুহাদ্দিছ মাওঃ মোঃ রফিকুল ইসলাম, মনপুরা উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ নেছার উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া এমপি জ্যাকবের চরফ্যাশন সফরের অংশ হিসাবে গত ৩ দিনে চরফ্যাশন পৌরসভা, জিন্নাগড়, চর মাদ্রাজ, হাজারীগঞ্জ, জাহানপুর, চর মানিকা, অধ্যক্ষ নজরুল নগর, আমিনাবাদ, আহাম্মদপুর, ও চর কলমি ইউনিয়নের ২০ হাজার কর্মহীন ও নি¤œ আয়ের মানুষের মাঝে মাহে রমযানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সফরের প্রথম দিন এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সকাল ১০ টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসা মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চরফ্যাশনের ২৮ টি কওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র/ছাত্রীদের জন্য বরাদ্দকৃত ২ লাখ ৯৫ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেন।
প্রসঙ্গত, মহামারি করোনার কারণে কর্মহীন দরিদ্র মানুষকে সহায়তা দিতে ব্যক্তিগত অর্থায়নে “মানুষ মানুষের জন্য”কর্মসচী গ্রহণ করেন এমপি জ্যাকব। এ কর্মসূচীর আওতায় দু’দফায় ২৫ লাখ করে ৫০ লাখ টাকা অনুদান দেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। দুই ধাপে তিনি চরফ্যাশন ও মনপুরাবাসীর জন্য ৫০ লাখ টাকা অনুদান প্রদান করেন। ব্যক্তিগত তহবিল থেকে মনপুরায় ও চরফ্যাশনের প্রদান অব্যাহত রেখেছেন এমপি জ্যাকব। এছাড়া পুরো উপজেলায় ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য ১২ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করেছেন এমপি জ্যাকব।