• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

তাবিথের উপর হামলা নিয়ে রহস্যের ধুম্রজাল সৃষ্টি !

আলোকিত ভোলা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

প্রচারণাকালে ঢাকা উত্তরের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলীর আনন্দনগর তেল মিল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তাবিথ আউয়াল সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, হামলার ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে গভীর ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘‘সকাল থেকেই ওই এলাকায় কিছু নতুন মুখের ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তাবিথ আউয়াল ওই এলাকার প্রবেশের আগে, সকাল ১০ টার দিকে সেই লোকগুলোকে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাদের সাথে কথা বলতে দেখা যায়। একটি চায়ের দোকানে বসে বেশ কিছু সময় তারা চা সিগারেট খেয়েছিল।’’

আনন্দনগর তেলমিল এলাকার চা বিক্রেতা মো. হানিফ ও জাহাঙ্গীর জানান, ‘‘সকাল থেকে ঘোরাফেরা করা লোকগুলো বিএনপির মেয়র প্রার্থীর উপর হামলার সময় ঘটনাস্থলে ছিল। কিছুক্ষণ আগে যারা বিএনপি নেতাদের সাথে কথা বলেছিল, তারাই হামলার সময় আওয়ামীলীগ দলীয় বিভিন্ন শ্লোগান দেয়।’’

তাবিথের পক্ষে ঘটনাস্থলে প্রচারণায় থাকা গাবতলীর ওয়ার্ড যুবদল কর্মী ফয়েজুল, জামিল ও মো. হায়দার জানান, ‘‘হামলাকারীদের সাথে বহিস্কৃত স্থানীয় যুবদল নেতা কামাল ওরফে ‘ককটেল কামাল’র সম্পর্ক থাকতে পারে। কামালকে গ্রেফতার করলে আসল সত্য জানা যাবে। আমরা হামলার ঘটনার তিব্র প্রতিবাদ জানাচ্ছি।’’

এ বিষয়ে স্থানীয় বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘কারা হামলা চালিয়েছে তা আমরা এখনো বুঝতে পারছি না। হামলাকারীরা আওয়ামীলীগের নাকি বিএনপি’র এটা জানতে একটু সময় লাগবে। বিএনপির কেউ যদি এমন হামলা চালিয়ে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’’

হামলার ঘটনা খুবই ন্যাক্কার জনক উল্লেখ করে স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ এ্যাড. আমির মাহমুদ কোরেশী বলেন, ‘‘এ ধরণের হামলা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। ইতোপূর্বে আমরা দেশের বিভিন্ন স্থানে দেখেছি, বিশেষ ফায়দা লুটার জন্য জামায়াত-শিবিরের নেতা কর্মীরা পরিকল্পনা মাফিক জয় বাংলা শ্লোগান দিয়ে বিএনপির উপর হামলা চালিয়েছে। সরকার ও আওয়ামীলীগকে বিব্রত করতে শ্লোগান ব্যবহার করে এ ধরণের হামলা তারা চালাতে পারে। গাবতলীর হামলাও অনেকটা একই ধাঁচের।’’ সঠিক তদন্তপূর্বক দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি।