• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

করোনা ইস্যু: জনসেবা ও জনসচেতনতায় দেখা নেই স্বেচ্ছাসেবক দলের

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  


দেশের মানুষের অধিকার রক্ষা এবং যে কোনও দুর্যোগে জনগণকে স্বেচ্ছাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নামে স্বেচ্ছাসেবক দল হলেও বিএনপির এই অঙ্গসংগঠনটি দেশের দুর্যোগে কখনই সেভাবে কাজ করেনি বলে অভিযোগ রয়েছে। দেশে চলমান করোনা ইস্যুতে কোন রকম স্বেচ্ছাসেবা দেয়নি স্বেচ্ছাসেবক দল। যার কারণে স্বেচ্ছাসেবক দলের আদর্শগত অবস্থান নিয়ে নানা মহলে চলছে সমালোচনা।

জানা গেছে, মূল দলের তাঁবেদারিতে স্বেচ্ছাসেবক দলের নেতারা এতোটাই ব্যস্ত যে তারা দেশের মানুষের বিপদ-আপদে পাশে থাকাকে কোনভাবেই গুরুত্ব দিচ্ছে না। যার কারণে করোনা ইস্যুতে এই সংগঠনকে দেখা যাচ্ছে না মাঠে। দেখা যায়নি মানুষকে সচেতন করতেও। সংগঠনটির গঠনতন্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্যে প্রাকৃতিক দুর্যোগ, দৈব-দুর্বিপাকে বিপন্ন-আর্ত-মানবতার সেবা নিয়োজিত থাকার কথা বলা থাকলেও করোনা ইস্যুতে সংগঠনের একজন নেতাকর্মীকেও মাঠে দেখা যায়নি। এমতাবস্থায় স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলাটাই সমীচীন বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

তথ্যসূত্র বলছে, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বিনা বেতনে যে ব্যক্তি সেবা দান করেন, তিনি স্বেচ্ছাসেবক। তবে স্বেচ্ছাসেবক দলের নেতাদের সেদিকে আগ্রহ নেই। তাদের আগ্রহ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পদ ও মনোনয়ন বাণিজ্য করা। সে কারণে দুর্যোগ বা দুর্ঘটনায় তাদের সেবা দিতে দেখা যায় না। তবে সংগঠনটির নেতাদের দাবি, তারা দলীয় কর্মসূচিতে সেবা দেন। জনগণের সেবা করতেও রাজি দলটির নেতারা। কিন্তু মূল দল বিএনপি থেকে তাদের জন্য কোনও আর্থিক বরাদ্দ নেই। ফলে চাইলেও অনেক ক্ষেত্রে স্বেচ্ছাসেবা দেওয়া সম্ভব হয় না। রাজনৈতিক সংগঠন হিসেবে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডকেই বেশি প্রাধান্য দিতে হয়। আবার এই রাজনৈতিক কারণেই অনেক কর্মসূচি দেওয়ার ইচ্ছা থাকলেও তা হয়ে ওঠে না। অবশ্য, করোনা ইস্যুতে বিএনপির পক্ষ থেকে যে সকল সচেতনমূলক লিফলেট দেয়া হয়েছে তাদের সেটা বিলি করতেও দেখা যায়নি।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, আমরা মূল দল থেকে কোন আর্থিক অনুদান পাইনি, যার কারণে করোনাভাইরাস প্রতিরোধক কোন সরঞ্জাম বিতরণ করতে পারিনি। অনলাইনে করোনাভাইরাস নিয়ে স্বেচ্ছাসেবক দল কাজ করছে।

তবে খোঁজ নিয়ে দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীলদের যেসব অ্যাকাউন্ট পাওয়া গেছে, সেখানে তারা কখনো নিজেদের সংগঠন থেকে প্রচারণার কোনো লিফলেট বিতরণ করেননি। সচেতনমূলক অন্যের পোস্ট শুধু কপি কিংবা শেয়ার দিয়েছেন।