• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

কার্ড দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিলেন বিএনপির নারী নেত্রী

আলোকিত ভোলা

প্রকাশিত: ৬ মে ২০২০  

ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় হতদরিদ্রদের ভাতা কার্ড পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেত্রীর বিরুদ্ধে। তিনি মালিয়াট ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য শাহিনা বেগম।

এ ব্যাপারে ভুক্তভোগীরা ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

প্রতারণার শিকার ওই গ্রামের ১০ জন ভুক্তভোগীর স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই নারী ইউপি সদস্য বিএনপির সমর্থন নিয়ে গত নির্বাচনে অংশ নেন। নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তিনি তার ওয়ার্ডের পাঁচকাহুনিয়া গ্রামের অসহায় দুস্থ নারীদের বিধবা ভাতা, পুরুষদের বয়স্ক ভাতা ও অগভীর নলকূপ পাইয়ে দেবার কথা বলে কয়েক হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

তাদের অভিযোগ, ওই গ্রামের হতদরিদ্র নারী ফরিদা বেগমের ১৫ মাসের ভিজিডির চাল উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করেছেন ওই নারী মেম্বার। ভুক্তভোগীরা টাকা চেয়ে গত বেশ কিছুদিন ধরে চেষ্টা করেও টাকা ফেরত পাননি। পরে বাধ্য হয়ে তারা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে ইউপি সদস্য শাহিনা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযুক্তদের অনেককেই তিনি চেনেন না। পরিষদের কাজকর্ম তার স্বামী ফসিয়ার মৃধাই বেশি করেন। তিনি কারো কাছ থেকে কোনো টাকা নেননি। তবে তার স্বামীর টাকা নিয়েছেন কিনা শুনে পরে জানাবেন।

এদিকে কালীগঞ্জের ইউএনও সুবর্না রানী সাহা জানান, দুস্থ অসহায়দের কার্ড দেবার কথা বলে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।