• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

আজ সাতপাকের বন্ধনে জড়াবেন সৌম্য

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  


 
গেল ২১ ফেব্রুয়ারি সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার বাড়িতে বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকারের বিয়ের আশীর্বাদ অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
 
সৌম্যর স্ত্রীর নাম প্রিয়ন্তি দেবনাথ পূজা। বাড়ি খুলনাতে। খুলনা ক্লাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তার বাবা সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন। 

পারিবারিক আয়োজনে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হলেও কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে সৌম্যের জানাশোনা অনেক আগে থেকেই। সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুলনায় কনের বাড়িতে হয়েছে আশীর্বাদ অনুষ্ঠান। আজ বিয়ের পর ২৮ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরার একটি বাগান বাড়িতে বৌ ভাতের আয়োজন করা হয়েছে।

এর আগে নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন সৌম্য। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশকিছু ছবি পোস্ট করেন সৌম্য। যেখানে তিনি ও তার হবু স্ত্রীর ছবি রয়েছে। আর ক্যাপশনে নতুন যাত্রার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, সৌম্য সরকারের হরিণের চামড়ার তৈরি আসনের আশীর্বাদের বেশকিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় সমালোচনা হচ্ছে। তবে আসনটি পারিবারিক ঐতিহ্যের নিদর্শন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। ছবিতে দেখা যায়, হরিণের চামড়ার তৈরি আসনের ওপর কখনো বসে, কখনো দাঁড়িয়ে সৌম্য। তার আশীর্বাদের সব কার্যক্রম সম্পন্ন হয় হরিণের চামড়ার ওপরই।

সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার সাংবাদিকদের বলেন, ছেলের আশীর্বাদে ব্যবহৃত এই হরিণের চামড়া বহু পুরানো। এটির ওপর বসে প্রার্থনা করা হয়। এটি যুগ যুগ ধরে চলে আসছে। এটি তার পারিবারিক ঐতিহ্য হিসেবে বংশানুক্রমে পাওয়া। তিনি পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। আর তার বাবা পেয়েছিলেন দাদুর কাছ থেকে। তবে এটি প্রথমে কে ব্যবহার করেছিলেন সেটি তার জানা নেই। তিনি দুঃখ করে বলেন, হরিণের চামড়ার বিষয়টি নিয়ে একটি মহল তিলকে তাল করার চেষ্টা করছে। অতি উৎসাহী হয়ে একটি বিশেষ মহল রং-চং করে তার পারিবারিক ঐতিহ্য ক্ষুণ্ন করার চেষ্টা করছে।