• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা

আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৯ মে ২০২০  

মহামারি করোনাভাইরাসের আতঙ্ক কাটেনি এখনও। তবে জীবনযাত্রা স্বাভাবিক করতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ধীরে ধীরে শুরু করা হচ্ছে খেলাধুলাও। ইউরোপের প্রায় সকল জনপ্রিয় ফুটবল লিগগুলো শুরুর অপেক্ষায়। ক্রিকেট মাঠে ফেরারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

এরই মধ্যে ২০২০-২১ মৌসুমের ক্রিকেট মৌসুম ঘোষণা করল অস্ট্রেলিয়া। তবে বলা হয়েছে করোনাভাইরাস পরিস্থিতি সাপেক্ষে সূচি পরিবর্তন হতে পারে। দেশটিতে করোনা পরবর্তী ক্রিকেট শুরু হচ্ছে আগস্টে। আগামী ৯ আগস্ট থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে অজিরা।

অক্টোবরের ৪ তারিখ থেকে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি শুরু করবে অস্ট্রেলিয়ানরা। ১১ অক্টোবর শুরু হবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে এই দুই টি-টোয়েন্টি সিরিজও পিছিয়ে যাবে বলা হয়েছে।

নভেম্বরের ২১ তারিখ থেকে পার্থে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচটি হবে দিবারাত্রির। এরপর ভাররতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি।

সূচিতে উল্লেখ করা হয়েছে, ৩ ডিসেম্বর গ্যাবায় শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টটি হবে দিবারাত্রীর। সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট হবে মোলবোর্ন ও সিডনিতে। টেস্ট সিরিজ শেষে ১২ জানুয়ারি দু’দলের মধ্যকার ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে।

এরপর জানুয়ারির ২৬ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। এই তিন ওয়ানডে সিরিজ দিয়েই অজিদের সম্ভাব্য ক্রিকেট মৌসুম শেষ হবে।

সবগুলো ম্যাচই দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলছেন, ‘পরিস্থিতির উন্নতি হলে দর্শকদের জন্য স্টেডিয়াম খুলে দেওয়া হতে পারে।’